বিশেষ প্রতিবেদক(২৯ সেপ্টেম্বর) :: কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকায় রোহিঙ্গাদের জন্য নির্ধারিত স্থানে সংযোগ সড়ক নির্মাণ করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত তিন দিনে প্রায় চলাচল উপযোগি হয়ে উঠেছে সড়কটি। আগামি দুইদিনের মধ্যে সড়কটির কাজ সম্পূর্ণ শেষ হবে।
শুক্রবার রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক। এসময় তিনি তাঁর মন্ত্রণালয়ের অধীনে রোহিঙ্গা শিবিরে বাস্তবায়নাধীন সকল প্রকল্প পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের এ কথা বলেন সচিব।
ওই মন্ত্রণালয়ের অধীনে নতুন আসা রোহিঙ্গাদের জন্য নির্ধারিত শিবিরে সুপেয় পানির জন্য ৩ হাজার নলকূপ স্থাপন করা হচ্ছে। ইতোমধ্যে ১২০০ নলকূপ বসানো সম্পন্ন হয়েছে। এছাড়াও শিবিরে নির্মাণ করা হচ্ছে ৫ হাজার সেনিটারি ল্যাট্রিন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক বলেন, মিয়ানমারে নির্মম নির্যাতনের শিকার হয়ে যেসব রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে; তাদের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সুপেয় পানির জন্য নলকূপ, সেনিটারি ল্যাট্রিন, সংযোগ সড়ক নির্মাণ করা হচ্ছে। আগামি এক সপ্তাহের মধ্যে রোহিঙ্গা শিবিরে এই মন্ত্রণালয়ের অধীনে যেসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে সেগুলোর কাজ শেষ হবে।
রোহিঙ্গা পরিদর্শনের সময় সচিবের সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব নাসরিন আক্তার, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ারুল নাসের, কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহাবুবুর রহমান চৌধুরী প্রমুখ।
Posted ১:২৫ পূর্বাহ্ণ | শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Chy