শহিদুল ইসলাম,উখিয়া(২৯ জুলাই) :: ককসবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই পাচারকারীকে অাটক করতে সক্ষম হয়েছে।
শনিবার রাত সাড়ে১০টার দিকে উখিয়া থানার সামনে এ অভিযান চালানো হয়।
উখিয়া থানার সুএে জানা গেছে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে মিনিবাসককসবাজার যাওয়ার পথে উখিয়া থানার সামনে অাসলে থানার উপ পরিদশক খাজা মাঈন উদ্দিন, সহকারী উপ পরিদশক নাজমুলহক,ও সোহেল ব্যাপারীর নেতৃত্বে একদল পুলিল অভিযান চালিয়ে ইয়াবা সহ দুই পাচারকারীকে অাটক করে থানায় নিয়ে অাসেন।
অাটককৃতরা হল টেকনাফ উপজেলার মুছনির নয়াপাড়া গ্রামের মৃত অাবুল হোসেনের ছেলের বাদশাহ মিয়া(৩৫)ও চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার মধ্যম মাদ্রাসা গ্রামের হাজী কালু মিয়ার ছেলে মাহমুদুল হক রানা(৩২)।
উখিয়া থানার ওসি অাবুল খায়ের সত্যতা স্বীকার করেন।
Posted ১২:১৬ পূর্বাহ্ণ | রবিবার, ৩০ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Chy