মোসলেম উদ্দিন,উখিয়া :: কক্সবাজারের উখিয়ায় ৯৮০ ইয়াবা বড়িসহ এক মাদক ব্যবসায়ী রোহিঙ্গাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী নূর মোহাম্মদ (৩০) উখিয়া কুতুপালং ক্যাম্পের ১নং ব্লক-ডি এর জাফর আলমের পুত্র৷
৩০ ডিসেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় উখিয়া বাজারে আভিযান চালিয়ে তাকে ইয়াবা সহ গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলীর এর সত্যতা নিশ্চিত করে জানান,অভিযানে শেষে তার হেফাজতে থাকা ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
এ ঘটনায় আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা সম্পন্ন হয়েছে।
Posted ১১:৩৩ অপরাহ্ণ | বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy