শহিদুল ইসলাম,উখিয়া(২৭ নভম্বের) :: ককসবাজারের উখিয়া উপজেলা অাওয়ামী লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উখিয়ার বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়।
উক্ত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা অাওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।
প্রধান অতিথি ছিলেন উখিয়া -টেকনাফ অাসনের সংসদ সদস্য অাবদুর রহমান বদি। বক্তব্য দেন অাওয়ামী লীগের মনোনিত প্রার্থী শাহিন অাকতার চৌধুরী, টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর অাহমদ,উখিয়া উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান মাহামুদুল হক চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন,ককসবাজার জেলা অাওয়ামী লীগের সদস্য কবি অাদিল উদ্দীন চৌধুরী, অাবুল মনছুর চৌধুরী, উখিয়া উপজেলা অাওয়ামী লীগের যুগ্ন সম্পাদক নুরুল হুদা,উপজেলা অাওয়ামী লীগের সহ সভাপতি অামিনুল হক অামিন,ককসবাজার জেলা পরিষদের মহিলা সদস্য অাশরাফ জাহান কাজল, উখিয়া উপজেলা মহিলা লীগের সভাপতি নিগার সুলতানা।
এ সময় অাবদুর রহমান বদি বলেন বিগত দশবছর যাবত উখিয়া -টেকনাফে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। স্কুল-কলেজ মাদ্রাসা স্হাপন করা হয়েছে।উখিয়া -টেকনাফে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হচ্ছে। এখান থেকে কোন টাকা পয়সা নেয়নি। ভেদাভেদ ভুলে গিয়ে অাগামী নির্বাচনে নৌকা মার্কা কে বিজয়ী করতে হবে।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন মাহাবুব অালম মাবু।
Posted ৩:১৪ অপরাহ্ণ | বুধবার, ২৮ নভেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy