বার্তা পরিবেশক(৬ সেপ্টেম্বর) :: গণতান্ত্রিক পন্থা অবলম্বনে গোপন ব্যালটের মাধ্যমে ৬ সেপ্টেম্বর সকালে সমিতির অস্থায়ী কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি পদে সৈয়দ কাশেম ভেন্ডার, এ পর্যন্ত তিনি পর পর তিনবার সভাপতি নির্বাচিত হয়েছেন।
সাধারন সম্পাদক পদে মোঃ নুরুল হক, অর্থ সম্পাদক পদে মোঃ আবু ছিদ্দিক বিপুল ভোটে নির্বাচিত হয়।
নির্বাচন পরিচালনা করেন উখিয়ার কৃতি সন্তান চট্টগ্রাম বিভাগীয় দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব এম মোক্তার আহমদ, আরো উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলার দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক আবুল হোছাইন।
অর্থ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক টিপু সোলতান উপস্থিত থেকে নির্বাচন সম্পন্ন করে এবং নব নির্বাচিত কমিটিকে সাগত জানিয়ে উখিয়া উপজেলা দলিল লেখক সমিতির সকল সদস্যকে ঐক্যবদ্ধ করে কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে বাংলাদেশ দলিল লেখক সমিতিকে শক্তিশালী করার জন্য আহবান জানান।
Posted ৯:১০ অপরাহ্ণ | বুধবার, ০৬ সেপ্টেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Chy