শহিদুল ইসলাম,উখিয়া(৭ আগস্ট) :: ককসবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলায় ১০ হাজার টাকা জরিমানা ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামী আটক করেছে।
মঙ্গলবার ভোর রাতে উখিয়া থানা পুলিশের সহকারী উপ- পরিদর্শক দিদারুল আলমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কোটবাজার এলাকায় অভিযান চালিয়ে উপজেলার রত্নাপালং ইউনিয়নের তেলীপাড়া গ্রামের মোঃ জলিল আহম্মদের ছেলে রশিদ আলমকে আটক করতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।
এব্যাপারে উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের আসামী আটকের সত্যতা স্বীকার করেন এবং তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
Posted ৩:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ আগস্ট ২০১৮
coxbangla.com | Chanchal Chy