কক্সবাংলা ডটকম(২৫ আগষ্ট) :: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের ‘ড্র’তে খুব একটা বিপদে পড়েনি বড় দলগুলো। শুধুমাত্র চেলসি ও অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনা ও গতবারের রানার্স আপ জুভেন্টাস। একই গ্রুপে পড়েছে। দলদুটি আছে গ্রুপ ‘সি’তে।
একই দেশের ক্লাব হওয়ায় রিয়াল এবং বার্সেলোনার প্রথম রাউন্ডে একই গ্রুপে পড়ার সম্ভাবনা ছিল না। কিন্তু নেইমারের পিএসজির সঙ্গে দেখা হতে পারতো রিয়ালের। সেটাও হয়নি। রিয়াল আছে গ্রুপ ‘এইচ’এ। পিএসজি গ্রুপ ‘বি’তে।বার্সেলোনার সঙ্গে দেখা হতে পারতো ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসির। সেটাও হয়নি।
অপরদিকে বরুসিয়া ডর্টমুন্ড নির্ঘাত নিজেদের ভাগ্য নিয়ে চিন্তিত। আবারও চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের গ্রুপে পড়েছে জার্মান ক্লাবটি। এইচ গ্রুপে এ দুই দলের সঙ্গী ইংল্যান্ডের টটেনহাম। হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন দেখতে থাকা রিয়ালের কাজটা গ্রুপ পর্বেই কঠিন হয়ে গেল। এবারের তথাকথিত ‘মৃত্যুকূপ’ যে ধরা হচ্ছে গ্রুপ এইচকেই!
দেখে নিন কারা কোন গ্রুপে:
গ্রুপ এ: বেনফিকা, ম্যানচেস্টার ইউনাইটেড, এফসি বাসেল, সিএসকে মসকো।
গ্রুপ বি: বায়ার্ন মিউনিখ, পিএসজি, আন্ডারলেখট, সেল্টিক
গ্রুপ সি: চেলসি, অ্যাটলেটিকো মাদ্রিদ, রোমা, কারাবাগ
গ্রুপ ডি: জুভেন্টাস, বার্সেলোনা, অলিম্পিয়াসিস, স্পোর্টিং লিসবন
গ্রুপ ই: স্পার্তাক মস্কো, সেভিয়া এফসি, লিভারপুল, মারিবর
গ্রুপ এফ: শাখতার দোনেৎস্ক, ম্যানচেস্টার সিটি, নাপোলি, ফেইর্নুদ।
গ্রুপ ডি: মোনাকো, পোর্তো, বেসিকটাস, আরবি লিপজিগ,
গ্রুপ এইচ: রিয়াল মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড, টটেনহ্যাম, অ্যাপোয়েল।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায় নতুন মৌসুমের ‘ড্র’ অনুষ্ঠিত হয়।
ইউরোপের প্রতিটি লিগের চ্যাম্পিয়ন দলগুলোকে রাখা হয় এক নম্বর পটে। শীর্ষ বাছাইদের এই পটে ছিল রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, চেলসি, বেনফিকা, মোনাকো, শাখতার দোনেৎস্ক ও স্পার্তাক মস্কোর মতো দলগুলো। দ্বিতীয় পাত্রে পিএসজির সঙ্গে ছিল বার্সেলোনা, বরুসিয়া ডর্টমুন্ড ও অ্যাটলেটিকো মাদ্রিদ। তিন নম্বর পাত্রে লিভারপুল, টটেনহাম, রোমা। চার নম্বরে সেল্টিক, স্পোর্টিংয়ের মতো দলগুলো।
ড্রয়ের নিয়মানুযায়ী একই পাত্রে থাকা দলগুলো গ্রুপ পর্বে পরস্পরের মুখোমুখি হয় না।
Posted ১২:১৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৫ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Chy