সংবাদ বিজ্ঞপ্তি(১৮ আগস্ট) :: দেশের দেড় কোটি জেলে সম্প্রদায়ের ভাগ্য উন্নয়নে আওয়ামী মৎস্যজীবী লীগ কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। সম্প্রতি করোনাকালে এবং মৎস্য প্রজনন সময়ে সরকার জেলে সম্প্রদায়ের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করে।
করোনায় আক্রান্ত ব্যাক্তি ও এই রোগে যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন এমন ব্যাক্তি যারা আছেন তাদের জীবন বৃত্তান্ত সহ মৎস্যজীবী লীগের কেন্দ্র আবেদন পাঠানোর জন্য জানান দেন। মৎস্যজীবীদের দু:খ্য দুর্দশা ও স্বার্থ লাঘবে সরকার বদ্ধপরিকর।
১৭আগস্ট সোমবার বিকেলে উখিয়া উপজেলাধিন সোনারপাড়া রিসোর্টে জাতীয় শোক দিবসে প্রধান অথিতির বক্তব্যে কক্সবাজার জেলা মস্যজীবী লীগের সভাপতি একেএম আজিজুল হক চৌধুরী একথা বলেন।
উখিয়া উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক সাংবাদিক মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বিশেষ অথিতি ছিলেন কক্সবাজার জেলা মৎস্যজীবী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো: আবদুল হক নুরী, সহসভাপতি মোহাম্মদ তৈয়ব, জালিয়া পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এসএম সৈয়দ আলম, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরীর প্রতিনিধি ও জেলা কৃষকলীগের সহসভাপতি নেতা কাজী আকতার উদ্দিন টুনু।
প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আজাদ। জালিয়াপালং ও রত্নাপালং যৌথ উদ্যোগে আয়োজিত সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শহিদুল্লাহ কায়সার, নুরুল আমিন ঈদগাহ, জাহাঙ্গীর আলম, মৎস্যজীবী লীগের যুগ্ন আহবায়ক হাফেজ নুরুল কাদের, জাহাঙ্গীর আলম, আব্বাস উদ্দিন, মো: ইসমাইল রনি, সাকের আলম সাগর, আবদুল কাদের, নাজিম উদ্দিন, হেলাল উদ্দিন, আবু তাহের, সালামত উল্লাহ।
Posted ৫:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০
coxbangla.com | Chanchal Chy