মোসলেহ উদ্দিন,উখিয়া :: কক্সবাজারের উখিয়া উপজেলাস্থ কুতুপালং বাজারে ফুয়েলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫
২৭ সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
জানা গেছে, আটককৃত ইয়াবা ব্যাবসায়ী উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাজির পাড়া এলাকার কবির আহমেদের ছেলে মোহামদ বেলাল (২৫)
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং ফেমাস ফিলিং স্টেশনের সামনে কতিপয় মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আটক করে মাদক ব্যবসায়ীর শপিং ব্যাগ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫০লক্ষ টাকা বলে জানিয়েছে র্যাব।
Posted ১২:০৪ অপরাহ্ণ | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy