কক্সবাংলা রিপোর্ট(২০ ফেব্রুয়ারি) :: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষের ঢল নামে। একুশের প্রথম প্রহরে বৃহস্পতিবার দিনগত রাতে ভাষাশহীদ সালাম, বরকত রফিক, জব্বারদের বিনম্র শ্রদ্ধা জানান প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন সংগঠন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহর রাত ১২টা ১মিনিট বাজার সঙ্গে সঙ্গেই শহীদ মিনারের বেদিতে শুরু হয় শ্রদ্ধাঞ্জলি নিবেদন। ভাষাশহীদদের স্মরণে হাজারো জনতা ফুল হাতে লাইনে দাঁড়িয়ে একে একে শ্রদ্ধা নিবেদন করেন।
প্রথমেই জেলা প্রশাসক মো: কামাল হােসেনের নেতৃত্বে শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে কক্সবাজার জেলা প্রশাসন।সাথে ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সাইমুম সরওয়ার কমল ও সংরক্ষিত মহিলা আসনের এমপি কানিজ ফাতেমা আহমদ।এরপর জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম(বার) ও অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন।
পরে প্রধান নির্বাহী হিল্লোল বিশ্বাসের নেতৃত্বে কক্সবাজার জেলা পরিষদ,লে: কর্ণেল(অব) ফোরকান আহমদের নেতৃত্বে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে কক্সবাজার পৌরসভা,সভাপতি এড.সিরাজুল মোস্তফার নেতৃত্বে জেলা আওয়ামী লীগ,সভাপতি তোফায়েল আহমেদ ও সাধারন সম্পাদক সোহেল আহম্মদ বাহাদুরের নেতৃত্বে জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম, সিভিল সার্জন ডাঃ মোঃ মাহবুবুর রহমান এর নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগ,মুক্তিযোদ্ধা কমান্ড,কক্সবাজার পৌর আওয়ামী লীগ,জেলা আইনীজীবী সমিতি,জেলা বিএনপি,জাসদ,কমিউনিস্ট পার্টি,জাতীয় পার্টি,ছাত্রলীগ,ছাত্র ইউনিয়ন,উদীচী,সম্মিলিত সাংস্কৃতিক জোট,প্রেস ক্লাব,কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন, চেম্বার অব কমার্স, জেলা ক্রীড়া সংস্থা,যুবলীগ, যুবদল,ছাত্রদল নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন৷ ৷
এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান৷ শ্রদ্ধা জানান সর্বস্তরের সাধারণ জনগণ৷ এ সময় মাইকে বাজতে থাকে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’৷
এদিকে, একুশের প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকে কেন্দ্র করে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তুলে পুলিশ প্রশাসন। শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে বসানো হয় পর্যাপ্ত সিসি ক্যামেরা।
Posted ২:১১ পূর্বাহ্ণ | শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy