কক্সবাংলা ডটকম(২৮ জুলাই) :: দক্ষিণ চিন সাগর নিয়ে আমেরিকা ও চিন দুই মহাশক্তিধর দেশের মধ্যে উত্তেজনা চরমে। আর দক্ষিণ-পূর্ব এশিয়ায় চিনের বাড়বাড়ন্ত রুখতে ভারতই এখন প্রধান ভরসা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। সেজন্য নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক দৃঢ় করার দিকেই আপাতত ঝুঁকেছে ওয়াশিংটন। বহুদিন ধরেই পরমাণু সরবরাহকারী আন্তর্জাতিক গোষ্ঠী বা এনএসজি-তে প্রবেশের চেষ্টা চালাচ্ছে ভারত। কিন্তু নানা কারণ দেখিয়ে বারবার বাধা দিয়ে চলেছে চিন। তাই চিনকে চাপে ফেলতে ফের একবার ভারতের পাশে দাঁড়াল আমেরিকা। এনএসজি গোষ্ঠীতে ভারতের প্রবেশের পক্ষে সমর্থন জানিয়ে মার্কিন কংগ্রেসে দু’টি রিপোর্ট জমা দিল আমেরিকার মার্কিন নিরাপত্তা দপ্তর এবং ডিপার্টমেন্ট অব স্টেট। পাশাপাশি এনএসজি-র অন্যান্য সদস্যদেরও ভারতকে সমর্থনের কথা বলা হয়েছে ওই রিপোর্টে।
২০১০ সাল থেকেই এনএসজি গোষ্ঠী-সহ বিশ্বের একাধিক এলিট গ্রুপে ভারতের অন্তর্ভূক্তি নিয়ে সওয়াল করে এসেছে আমেরিকা। এর মধ্যে ওয়াসেনার অ্যারেঞ্জমেন্ট, অস্ট্রেলিয়া গ্রুপ অন্যতম। এনএসজি-তে ভারতের অন্তর্ভুক্তির পক্ষে সওয়াল করার পাশাপাশি ওয়াশিংটন জানিয়েছে, অন্যান্য গোষ্ঠীতে প্রবেশ করার শর্ত পূরণ করলেই, সেখানে ভারতকে যুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। তবে এনএসজি বা পরমাণু সরবরাহকারী গোষ্ঠীতে ভারত কবে ঢুকতে সক্ষম হবে সে ব্যাপারে এখনই স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়। কারণ ভারতের প্রবেশের কথা উঠলেই চিন পাকিস্তানের অন্তর্ভূক্তি নিয়ে প্রশ্ন তুলবে। সেই সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে ভারতের সই করার দাবিও জানাবে। এর আগেও একাধিকবার এভাবেই ভারতের অন্তর্ভুক্তিতে বাধার সৃষ্টি করেছে প্রতিবেশী দেশটি।
এদিকে, মার্কিন কংগ্রেসে জমা পড়া দু’টি রিপোর্ট মিলিয়ে মোট আটটি পদক্ষেপের কথা জানানো হয়েছে। পাশাপাশি ভারতকে আমেরিকার গুরুত্বপূর্ণ সহযোগী বলেও আখ্যা দেওয়া হয়েছে। বলা হয়েছে, ‘গোটা বিশ্বে শান্তি স্থাপনের জন্য আমেরিকা এবং ভারত বদ্ধপরিকর। সেকারণে দু’দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করতে হবে। ভারত, আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী। সন্ত্রাসবাদ দমনে আগামীদিনেও দু’দেশ একসঙ্গে লড়াই করবে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় শান্তি স্থাপনে ভারতের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এছাড়া নয়াদিল্লি আমেরিকার গুরুত্বপূর্ণ নিরাপত্তা সঙ্গীও।’ এখন দেখার আগামীদিনে আমেরিকার এই সমর্থন চিনা বাধা টপকে এনএসজি গোষ্ঠীতে ভারতের প্রবেশের পথ সুগম করে কি না।
Posted ৬:৪২ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Chy