কক্সবাংলা ডটকম(২৭ অক্টোবর) :: হাজী সেলিমের ছেলের ঘটনায় সরকার কঠোর অবস্থানে গেছে। এমপি পুত্র, এজন্য তাকে কোন সহানুভুতি দেখানো হচ্ছে না। প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন, অপকর্মের বিচার হবে, তার পরিচয় দেখা হবে না। এই ঘটনার পর, আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী সব এমপিদের কর্মকান্ডের ব্যাপারে খোঁজ খবর রাখা ও সার্বক্ষনিক মনিটরিং এর নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, আওয়ামী লীগ সভাপতি আজ দলের সাধারণ সম্পাদককে এব্যাপারে নির্দেশনা দিয়েছেন। এমপিরা এবং তার পরিবারের সদস্যরা কোথায় কি করেন, তা সব সময় নজরদারির মধ্যে রাখতে বলেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা বলেছেন, আওয়ামী লীগের ৮জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন। প্রত্যেক সাংগঠনিক সম্পাদক একেকটি বিভাগের দায়িত্বে। একজন সাংগঠনিক সম্পাদকের অন্যতম দায়িত্ব হলো তার বিভাগের এমপিদের ব্যাপারে খোজ খবর রাখা। কিন্তু দীর্ঘ এক যুগ ক্ষমতায় থাকার আলসেমীতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকদের এই নজরদরি এখন প্রায় বন্ধ।
দলের সাধারন সম্পাদকেরও অন্যতম কাজ হলো জনপ্রতিনিধিদের সম্পর্কে নিয়মিত খোঁজ খবর নেয়া। কিন্তু ওবায়দুল কাদেরের অসুস্থতা এবং করোনা পরিস্থিতির কারনে এই খোঁজ খবর নেয়ার ক্ষেত্রেও ঘাটতি হয়। তবে, এমপিদের কার্যক্রমের ব্যাপারে দলীয় নজরদারি এখন বাড়ানো হবে বলে আওয়ামী লীগ সূত্রে জানা গেছে।
শুধু দলীয় নজরদারী নয়, আওয়ামী লীগ সভাপতি তার নিজস্ব চ্যানেলেও এমপিদের কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন। দেশের বিভিন্ন স্থানেই এমপিদের বিরুদ্ধ নানারকম অনভিপ্রেত ঘটনায় জড়িয়ে পরার অভিযোগ আসছে। এসবের ভিত্তিতে কোথাও কোথাও ব্যবস্থাও নেয়া হয়েছে।
একাধিক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সভাপতির একটি নিজস্ব টীম নতুন করে নিবিড় ভাবে এমপিদের কর্মকান্ডের চুলচেরা খবরাখবর নিচ্ছেন।
সরকারের একটি সূত্র বলছে, একাধিক গোয়েন্দা সংস্থাও এখন সংসদ সদস্যদের ব্যাপারে গোপন অনুসন্ধান চালাচ্ছেন।
আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা বলেছেন, এধরনের অনুসন্ধানের লক্ষ্য তিনটি।
প্রথমত: এমপিরা যেন সতর্ক থাকেন। কোন রকম অপকর্ম করার আগে ১০ বার ভাবেন।
দ্বিতীয়: কোন এমপি কোন রকম অনৈতিক কর্মকান্ডে জড়ালে তার বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া যায়।
তৃতীয়ত: ভবিষতে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে তার বর্তমান কর্মকান্ড ভূমিকা রাখে।
Posted ১০:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
coxbangla.com | Chanchal Chy