কক্সবাংলা ডটকম(৪ আগস্ট) :: পর পর মহাকাশ অভিযান। একের পর এক গ্রহে অভিযান চালাচ্ছে মানুষ। স্পেস স্টেশনে চলছে নানা রকম কর্মকাণ্ড। এর প্রতিক্রিয়া নিশ্চয় আছে। আমেরিকার মহাকাশ গবেষণাকেন্দ্র নাসার দাবি এতে মানুষের ভিনগ্রহীদের থেকে সংক্রামিত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
সেই সংক্রমণ থেকে রক্ষা করতে পারে এমন গ্রহ সুরক্ষা আধিকারিকের সন্ধান করছে নাসা। তার জন্য মোটা অঙ্কের বেতনও ঠিক করা হয়েছে। বছরে প্রায় ১ কোটি ১৮ লক্ষ ৯৮ হাজার ৯০৩ টাকা বেতন পাবেন এই কাজের জন্য। তবে তার জন্য যোগ্যতার মাপকাঠি বেঁধে দেওয়া হয়েছে। এই পদে যিনি নিযুক্ত হবেন তাঁকে একাধিক জায়গায় ভ্রমণ করতে হবে।
কঠিন থেকে কঠিনতম পরিস্থিতিতেও ধৈর্য ধরে সমস্যার সমাধান করতে হবে। এই পদে আবেদনকারীর অন্তত এক বছর কোনও সরকারি সংস্থায় শীর্ষ স্থানে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। পদার্থবিদ্যা, অঙ্ক অথবা প্রযুক্তিবিদ্যায় ডিগ্রি থাকতে হবে। সেই সঙ্গে গ্রহের সুরক্ষা সম্পর্কে একটি প্রাথমিক জ্ঞান থাকতে হবে। তবে শুধু মার্কিন এবং ব্রিটশ নাগরিকরাই এই পদের জন্য আবেদন জানাতে পারবেন।
নাসার দাবি, দীর্ঘদিন ধরে মহাকাশে নানা রকমক কর্মকাণ্ড চালানো হচ্ছে। শুধু নাসাই নয় বিশ্বের একাধিকদেশ এই কাজ করছে। একাধিক মহাকাশ যান সৌরজগতে ঘোরাফেরা করছে। নাসার দাবি এতে পৃথিবী এবং মানুষের এলিয়েনদের থেকে সংক্রামিত হওয়ার আশঙ্কা প্রবলভাবে দেখা দিয়েছে।মহাকাশচারীরা যাতে অন্য গ্রহ এবং এলিয়ন থেকে সংক্রামিত না হন সেদিকটিতে নজরদারী চালাবেন এই গ্রহ সুরক্ষা আধিকারিক।
এখন নাসায় একজনই এই পদে রয়েছে। ২০১৪ থেকে তিনি এই কাজ করছেন। ক্যাথারিন কনলে জানিয়েছেন, এই পদে আর একজনকেই নিয়োগ করা হবে। ইউরোপিয়ান স্পেস এজেন্সিতে এই পদে একজনের নিয়োগ জরুরি হয়ে পড়েছে। সেকারণেই এই বিজ্ঞাপন। ১৯৬৭ সালের চুক্তি অনুযায়ী যেকোনও মহাকাশ যানে ভিনগ্রহীদের থেকে সংক্রমণের সম্ভাবনা ১০ হাজার ভাগের এক ভাগের থেকেও কম রাখার চেষ্টা করা হয়।
নাসার গবেষণাতেই বেরিয়ে এসেছে মঙ্গলে একসময় জল ছিল। সেখানে প্রাণের অস্তিত্ব থাকাও অসম্ভব নয়। এরকম আরও অনেক গ্রহে এলিয়ন বা ভিনগ্রহীদের অস্তিত্ব থাকতে পারে। তাদের থেকে যাতে মানুষের মধ্যে সংক্রমণ না হয় সেদিকটি বিশেষ ভাবে খেয়াল রাখতে হবে এই পদে থাকা আধিকারিককে। নাসার পরবর্তী অভিযান বৃহস্পতির চাঁদ ইউরোপা। সেই অভিযানে এই গ্রহ সুরক্ষা আধিকারিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে জানানো হয়েছে।
Posted ৩:৩৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৪ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta