কক্সবাংলা ডটকম :: রুদ্ধশ্বাস লাস্ট ওভার লাস্ট বল থ্রিলার। এশিয়া কাপের সুপার ফোরের ‘নেল বাইটিং’ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে প্রতিযোগিতার ফাইনালে জায়গা পাকা করে নিল শ্রীলঙ্কা। বৃষ্টি বিঘ্নিত মরণ-বাঁচন ম্যাচে ব্যাটে-বলে দুই দলই হাড্ডাহাড্ডি লড়াই করে। শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে লঙ্কান লায়ন্সরা।
তবে সহজে ফিনিশ করা ম্যাচকে কঠিন বানায় শ্রীলঙ্কান ব্যাটারদের খারাপ শট সিলেকশন। তবে লাস্ট বলে ম্যাচ জিতে ফাইনালের টিকিট পাকা করে শ্রীলঙ্কা। রবিবার ফাইনালে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাবর আজম। শুরুটা ভালো না হলেও পরের দিক ম্যাচে ফেরে পাকিস্তান ব্যাটাররা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ ৪২ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৫২ রান করে পাকিস্তান। প্রথম দিকে আবদুল্লাহ শফিক ৫২ ও বাবর আজম ২৯ রান ছাড়া অন্য কোনও ব্যাটাররা বড় রান পায়নি। একসময় ১৩০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান।
তারপর ম্যাচের রাশ ধরেন মহম্মদ রিজওয়ার ও ইফতির আহমেদ। ঠান্ডা মাথায় ব্যাট করে দলের স্কোরবোর্ড এগিয়ে যান দুজনে। বেশ কিছু দুরন্ত শটও খেলেন তারা ।১০৮ রানের অনবদ্য পার্টনারশিপ করে দলকে লড়াই করার মত জায়গায় পৌছে দেন এই দুই তারকা ব্যাটার। ৪৭ রান করে আউট হন ইফতিকর আহমেদ। ৮৬ রান করে অপরাজিত থাকেন মহম্মদ রিজওয়ান। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন মাথিসা পাথিরানা।
রান তাড়া করকে নেমে ইনিংসের শুরুটা ভাল হয়নি শ্রীলঙ্কারও। কুশল পেরেরা রান না পেলেও দ্বিতীয় উইকেট দলকে টানেন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিজ। দুজনে মিলে ৫৭ রানের পার্টনারশিপও গড়েন । এরপর ২৯ রান করে আউট হন পাথুম নিশাঙ্কা। এরপর শ্রীলঙ্কার জয়ের ভিত রচনা করেন দুই তরুণ তারকা কুশল মেন্ডিজ ও সাদিরা সামারাউইকরামা। ঠান্ডা মাথায় ব্যাট করে দলের স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যান। শতরানের পার্টনারশিপও পূরণ করেন দুজনে। অর্ধশতরান করেন কুশল মেন্ডিজ।
Posted ৩:২৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
coxbangla.com | Chanchal Chy