কক্সবাংলা ডটকম :: চলতি এশিয়া কাপের প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছে গেল ভারত। গতকাল পাকিস্তানকে হারানোর পর মঙ্গলবার ঘূর্ণি পিচে কুলদীপের ভেলকিতে শ্রীলঙ্কাকে ৪১ রানে হারিয়েছে রোহিত শর্মারা। যার ফলে বিদায় নিল বাংলাদেশ।
বৃহস্পতিবার শ্রীলঙ্কা বনাম পাকিস্তান দ্বৈরথের জয়ী দলই খেলবে রবিবারের ফাইনাল। পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়ার পর আজ চার উইকেট নিলেন কুলদীপ যাদব।
জয়ের জন্য ২১৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪১.৩ ওভারে ১৭২ রানেই গুটিয়ে গেল টি ২০ ফরম্যাটে হওয়া গত বছরের এশিয়া কাপের চ্যাম্পিয়নরা। শুরু থেকেই শ্রীলঙ্কার ব্যাটারদের চেপে ধরেছিলেন ভারতীয় বোলাররা। পেসাররা প্রথমে আঘাত হানার পর বাকি কাজটা সারলেন স্পিনাররা।
বল হাতে পাঁচ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৪৬ বলে সর্বাধিক ৪২ রান করলেন দুনিথ ওয়েলালাগে। ধনঞ্জয় ডি সিলভা করেন ৬৬ বলে ৪১। ২৫.১ ওভারে ৯৯ রানে শ্রীলঙ্কা ছয় উইকেট হারিয়েছিল। এরপর ধনঞ্জয় ও দুনিথ সপ্তম উইকেট জুটিতে ৬৩ রানের পার্টনারশিপ গড়েন। ধনঞ্জয় আউট হন দলের ১৬২ রানের মাথায়। সেখান থেকে ১৭২-এ অল আউট শ্রীলঙ্কা।
চরিথ আসালঙ্কা চার উইকেট দখল করেছিলেন। তিনি ব্যাট হাতে দলের হয়ে তৃতীয় সর্বাধিক রান (৩৫ বলে ২২) করলেন। কুলদীপ যাদব ৯.৩ ওভারে ৪৫ রান দিয়ে চার উইকেট নিলেন। জসপ্রীত বুমরাহ ১টি মেডেন-সহ ৭ ওভারে ৩০ রানে ২টি ও রবীন্দ্র জাদেজা ১০ ওভারে ৩৩ রান দিয়ে ২টি উইকেট নেন। মহম্মদ সিরাজ ও হার্দিক পাণ্ডিয়ার ঝুলিতে গিয়েছে একটি করে উইকেট।
এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে ভারত ৪৯.১ ওভারে ২১৩ রানে অল আউট হয়েছিল। রোহিত শর্মা ৫৩, লোকেশ রাহুল ৩৯ ও ঈশান কিষাণ ৩৩ রান করেন। ওয়েলালাগে ১টি মেডেন-সহ ১০ ওভারে ৪০ রান দিয়ে ৫ উইকেট নেন। চরিথ আসালঙ্কা চারটি ও মাহিশ থিকশানা একটি উইকেট দখল করেন। টানা ১৩টি ওডিআই জেতার পর আজই প্রথম পরাস্ত হলো শ্রীলঙ্কা।
বৃহস্পতিবার শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচের জয়ী দল ফাইনাল খেলবে। শ্রীলঙ্কার নেট রান রেট মাইনাস (-) ০.২০০, পাকিস্তানের মাইনাস (-) ১.৮৯২। ফলে এই ম্যাচ পরিত্যক্ত হলে শ্রীলঙ্কা ফাইনালে চলে যাবে।
Posted ১১:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
coxbangla.com | Chanchal Chy