কক্সবাংলা ডটকম :: এশিয়া কাপের ফাইনালের আগে বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোরের নিয়মরক্ষার ম্যাচে পরাস্ত ভারত। শুভমান গিলের শতরান, অক্ষর প্যাটেলের লড়াই ব্যর্থ। এই জয়ই এশিয়া কাপ থেকে টাইগারদের বড় প্রাপ্তি।
শুভমান গিল এদিন ওডিআই কেরিয়ারের পঞ্চম শতরান হাঁকালেন। টপ ও মিডল অর্ডারের ব্যর্থতা ঢেকে আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলেন অক্ষর প্যাটেল। কিন্তু ৪৯তম ওভারে অভিজ্ঞ মুস্তাফিজুর রহমানের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে শার্দুল ঠাকুর ও অক্ষর ফিরতেই ভারতের আশা শেষ হয়ে যায়।
ভারতের সামনে জয়ের জন্য ২৬৬ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল বাংলাদেশ। রোহিত শর্মার দল ৪৯.৫ ওভারে ২৫৯ রানে অল আউট হয়ে যায়। যার ফলে সুপার ফোরে কলম্বোয় ৬ রানে একমাত্র সান্ত্বনার জয়টি ছিনিয়ে নিল শাকিব আল হাসানের বাংলাদেশ। ভারত আজকের দলে পাঁচটি পরিবর্তন এনেছিল। ফলে পূর্ণশক্তির দল না নামলেও ফাইনালের আগে ধাক্কা খেলেন রোহিতরা।
আটটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ১৩৩ বলে সর্বাধিক ১২১ রান করেন শুভমান গিল। অক্ষর প্যাটেল তিনটি চার ও ২টি ছয়ের সৌজন্যে ৩৪ বলে ৪২ রান করেন। লোকেশ রাহুল ১৯, সূর্যকুমার যাদব ২৬ ও শার্দুল ঠাকুরের ১১ ছাড়া কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছননি। রোহিত শর্মা ০, তিলক বর্মা ৫, ঈশান কিষাণ ৫, রবীন্দ্র জাদেজা ৭, মহম্মদ শামি ৬ রান করেন। মুস্তাফিজুর রহমান ৮ ওভারে ৫০ রান দিয়ে ৩ উইকেট নেন।
অভিষেক ম্যাচে প্রথম ওভারের দ্বিতীয় বলে রোহিত শর্মার উইকেট নিয়েছিলেন। শেষ ওভারেও স্নায়ুর লড়াইয়ে সফলভাবে উত্তীর্ণ তানজিম হাসান সাকিব। তিনি ১টি মেডেন-সহ ৭.৫ ওভারে ৩২ রানে ২ উইকেট নেন। মেহেদি হাসানের ৯ ওভারে ১টি মেডেন, ৫০ রানে তিনিও ২ উইকেট নেন।
শাকিব আল হাসান ২টি মেডেন-সহ ১০ ওভারে ৪৩ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন। মেহেদি হাসান মিরাজ ৫ ওভারে ২৯ রান খরচ করে একটি উইকেট পেয়েছেন। টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছিল ভারত।
অধিনায়ক শাকিব আল হাসানের ৮০, তৌহিদ হৃদয়ের ৫৪, নাসুম আহমেদের ৪৪ রানের দৌলতে বাংলাদেশ তোলে ৮ উইকেটে ২৬৫। মেহেদি হাসান ২৯ ও তানজিম হাসান সাকিব ঝোড়ো ১৪ রান করে অপরাজিত থাকেন।
শার্দুল ঠাকুর তিনটি, মহম্মদ শামি ২টি এবং প্রসিদ্ধ কৃষ্ণ, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা ১টি করে উইকেট দখল করেন।
এশিয়া কাপে ভারতকে শেষবার বাংলাদেশ হারিয়েছিল ২০১২ সালে। ১১ বছর পর এশিয়া কাপের আসরে মেন ইন ব্লুকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়াল বাংলাদেশ।
চলতি বছর একদিনের আন্তর্জাতিকে প্রথম ব্যাটার হিসেবে ১ হাজার রান করার মাইলফলক ছুঁলেন শুভমান গিল
সব ধরনের ফরম্যাট ধরলে ৪৯-এর বেশি গড় রেখে দেড় হাজার রানের বেশি করেছেন। সেখানেই পিছনে ফেলেছেন বিশ্বের সমস্ত ব্যাটারদের। গত ১৮ জানুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ম্যাচে তিনি ২০৮ রানের ইনিংস খেলেছিলেন, পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের কনিষ্ঠতম ব্যাটার হিসেবে দ্বিশতরান করেন।
আজ ভারতীয় ইনিংসের ৩৭তম ওভারে ক্যালেন্ডার ইয়ারে ১ হাজার ওডিআই রান করে ফেলেন গিল। গত জানুয়ারিতেই দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিরুবনন্তপুরমে ১১৬ রান করেছিলেন, তার পরের ম্যাচেই কিউয়িদের বিরুদ্ধে দ্বিশতরান। ইন্দোরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওই সিরিজেই করেন ১১২। তারপর আজকের এই সেঞ্চুরি। শুভমান গত বছরের অগাস্টে জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ওডিআই শতরান (৯৭ বলে ১৩০) করেছিলেন। আজ ৬১ বলে পূর্ণ করেন অর্ধশতরান। তখনও অবধি তিনি ৬টি চার ও একটি ছয় মেরেছিলেন। গিলের শতরান পূর্ণ হয় ১১৭ বলে। সেই সময় তাঁর নামের পাশে ৬টি চার ও চারটি ছয়।
Posted ১১:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
coxbangla.com | Chanchal Chy