কক্সবাংলা ডটকম(৮ জানুয়ারী) :: টানা তৃতীয় বছর লিগ কাপ ফাইনাল খেলার দিকে বড়সড় পদক্ষেপ ম্যাঞ্চেস্টার সিটির৷ ঠিক এক মাস আগে প্রিমিয়র লিগে হারের বদলা নিয়ে লিগ কাপ সেমিফাইনালের প্রথম লেগে ম্যান ইউকে বিধ্বস্ত করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিটি৷ ওল্ড ট্র্যাফোর্ডে সোল্কজায়েরের ছেলেদের ৩-১ গোলে ধরাশায়ী করল গুয়ার্দিওলার ছেলেরা৷
চলতি শতকে প্রথমবার ওল্ড ট্র্যাফোর্ডে প্রথমার্ধেই তিন গোল হজম করল রেড ডেভিলসরা৷ স্ট্র্যাটেজিতে টেক্কা দিয়ে সিটির প্রথমার্ধের আক্রমণাত্মক ফুটবলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়৷
১৭ মিনিটে ২৫ গজ দূর থেকে পর্তুগিজ মিডফিল্ডার বার্নার্দো সিলভার শট দি গিয়ার নাগাল এড়িয়ে কোনাকুনি জড়িয়ে যায় জালে৷ ৩৩ মিনিটে দলের দ্বিতীয় গোলের কারিগরও পর্তুগিজ মিডিও৷ মাহরেজের উদ্দেশ্যে তাঁর ডিফেন্স চেরা থ্রু’র কোনও উত্তর ছিল না ম্যান ইউ ডিফেন্সের কাছে৷
সিলভার থ্রু ধরে ডি গিয়াকে ডজ করে বল জালে রাখেন রিয়াদ মাহরেজ৷ পাঁচ মিনিট বাদে আন্দ্রেস পেরেরা শিক্ষানবিশীদের ঢংয়ে আত্মঘাতী গোল হজম করে বসলে ম্যাচের ললাটলিখন ওখানেই লেখা হয়ে যায়৷ বক্সে দি ব্রুয়েনার জোরালো শট দি গিয়া প্রতিহত করলে ফিরতি বল পেরেরার পায়ে লেগে ঢুকে যায় গোলে৷
দ্বিতীয়ার্ধে যদিও গোল হজম থেকে বিরত থাকে ম্যান ইউ। উলটে একটি গোল ফিরিয়ে দিয়ে কিছুট সম্মান নিয়ে মাঠ ছাড়ার বন্দোবস্ত করে দেন মার্কাস রাশফোর্ড৷ ৭০ মিনিটে গ্রিনউডের থ্রু ধরে বল জালে রাখেন ইংরেজ স্ট্রাইকার৷ বাকি ২০ মিনিটে ম্যাচের ফলাফল অপরিবর্তিত থাকায় ৩-১ জিতে মাঠ ছাড়ে স্কাই ব্লুজ’রা৷
৩০ জানুয়ারি সেমির ফিরতি লেগে ইতিহাদে মুখোমুখি যুযুধান দুই প্রতিপক্ষ৷ অনেকটা এগিয়ে থেকেই ওই ম্যাচে মাঠে নামবে সিটি৷
Posted ৯:৪৮ অপরাহ্ণ | বুধবার, ০৮ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy