কক্সবাংলা ডটকম(১২ নভেম্বর) :: শেষ বলে সিরিজ ৩-০ করল ভারত। রবিবার চেন্নাইয়ে তিন ম্যাচের টি২০ সিরিজের শেষ ম্যাচ খেলতে নেমেছিল ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ভারতের সামনে লক্ষ্য ছিল সিরিজ ৩-০তে জিতে নেওয়ার। উল্টোদিকে ওয়েস্ট ইন্ডিজের সামনে ছিল মান রক্ষার ম্যাচ।
কিন্তু ক্যারিবিয়ানদের মানরক্ষা হল না বরং শেষ বলে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিল ভারত। সিরিজের শেষে এসে ফর্মে ফিরলেন ওপেনার শিখর ধাওয়ান। তাও অল্পের জন্য নষ্ট করলেন সেঞ্চুরি। ১৯.৫ ওভারে আউটে হয়ে সমস্যায় ফেলে দিলেন ঠিকই কিন্তু শেষ বলে এক রান নিতে অসুবিধে হয়নি ভারতের।
রবিবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১৮১ রান তোলে তারা। টি২০ জন্য খুব খারাপ রান নয়। এই রান তাড়া করাটা যে খুব সহজ হবে না সেটা ভাল করেই জানত ভারতের ব্যাটসম্যানরা।
ওপেন করতে নেমে হোপ ও হেটমেয়ার আউট হয়ে যান ২৪ ও ২৬ রানে। দু’জনকেই প্যাভেলিয়নে ফেরান যুজবেন্দ্র চাহাল। একটি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। এর পর ওয়েস্ট ইন্ডিজ ইনিংসকে এগিয়ে নিয়ে যান ব্রাভো ও পুরান। মাঝে রামদিন ১৫ রান করে আউট হন। ব্রাভোর ৩৭ বলে ৪৩ ওপুরানের ২৫ বলে ৫৩ রানের ইনিংসে ভারতের সামনে ১৮২ রানের টার্গেট রাখতে সমর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ।
জবাবে ব্যাট করতে নেমে ১৮২ রান তুলতে চার উইকেট হারিয়ে বসে ভারত। এ দিন ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক রোহিত শর্মা। বরং শেষ ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন শিখর ধাওয়ান। তিনি অবশ্য প্রতি সিরিজে বা টুর্নামেন্টে একটা এমন ভাল ইনিংস খেলেন। যার ফলে পরের সিরিজটা নিশ্চিত হয়ে যায়।
এ দিন রোহিত শর্মা ৪ রান করেই ফিরে যান। তিন নম্বরে নেমে ব্যর্থ লোকেশ রাহুলও। ১৭ রান করেন তিনি। এর পর ধাওয়ানের সঙ্গে ভারতীয় ইনিংসের হাল ধরেন ঋষভ পন্থ। শেষ পর্যন্ত ধোনিকে বাদ দিয়ে তাঁরে দলে নেওয়ার মান রাখলেন পন্থ। ৩৮ বলে ৫৮ রানের ইনিংস খেললেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। তাঁর এই ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি।
অন্যদিকে প্রথম থেকেই এ দিন ব্যাট হাতে ভরসা দিচ্ছিলেন ধাওয়ান। ৬২ বলে ৯২ রানের ইনিংস খেলেন তিনি। অল্পের জন্য সেঞ্চুরি মিস করলেন, যেটা তাঁর জন্য হতাশাজনক। এবং এক রান এক বল বাকি থাকতে আউটও হয়ে গেলেন। ১০টি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারি হাঁকালেন।
ধাওয়ান ও পন্থ আউট হওয়ার পর মণীষ পাণ্ডে জয়ের রান নিয়ে নেন। দীনেশ কার্তিক নামলেও তাঁকে একটিও বল খেলতে হয়নি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দু’টি উইকেট নেন পল। একটি করে উইকেট থমাস ও অ্যালেনের। ম্যাচের সেরা হয়েছেন শিখর ধাওয়ান।
Posted ২:১৪ পূর্বাহ্ণ | সোমবার, ১২ নভেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy