
সেলিম উদ্দিন,ঈদগাঁও(২৫ জুন) :: কক্সবাজার সদরের ঈদগাঁও ডুলাফকির মাজার সংলগ্ন মসজিদের পুকুরে ডুবে সহোদর সহ তিন শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা হলো ওই এলাকার আবদুস সমদের স্কুল পড়ুয়া ছেলে তুহিন(৮) ও আবদুল্লাহ(১৩) এবং আবু তাহের এর ছেলে মুবিন(১১)।
এসময় মুর্মূর্ষাবস্থায় উদ্ধার করা হয়েছে, ঈদগাঁও ইউনিয়নের ডুলাফকির মাজার এলাকার আব্দুস ছমদের আরেক ছেলে আব্দুল আজিজ (১০) এবং একই এলাকার আব্দুস সালামের ছেলে মোহাম্মদ তারেক (১৩)।
২৫ জুন সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জাল টেনে প্রায় এক ঘন্টা পর তিন শিশুর মৃতদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা হেলাল উদ্দিন জানান, সকালে ৫ জন মিলে পুকুরে বাঁশের ভেলা করে খেলছিল। সেখান থেকে ৩ জন পড়ে যায়। পরে তারা স্বজনদের খবর দেয়। খবর পেয়ে এলাকাবাসী পুকুরে জাল টেনে অনেকক্ষণ পর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। ইতোমধ্যে ফায়ার সার্ভিসদল কক্সবাজার থেকে ঘটনাস্থলে পৌঁছে। এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
এসআই খায়রুজ্জামান বলেন, ঈদগাঁওয়ের ডুলাফকির মাজার এলাকায় রোববার সকালে পরিবারের বড়দের অলক্ষ্যে বাড়ীর পাশের পুকুরে গোসল করতে নামে একই পরিবারের ৫ শিশু। এতে তারা পানিতে ডুবে যায়। পরে দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে খুঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়।
পরে , সকালে এ ঘটনায় আরও দুই শিশুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এরা হল- একই এলাকার আব্দুস ছমদের আরেক ছেলে আব্দুল আজিজ (১০) এবং আব্দুস সালামের ছেলে মোহাম্মদ তারেক (১৩)। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

Posted ১২:৪০ অপরাহ্ণ | রবিবার, ২৫ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta