মোঃ রেজাউল করিম,ঈদগাঁও(১৬ আগস্ট) :: কক্সবাজার সদরের ঈদগাঁও নদী থেকে ইসলামাবাদের এক কিশোরকে মৃত উদ্বার করা হয়েেছ। আজভোরে মন্ডলপাড়া তারনি নিয়ে স্থানীয় এক পথচারী লাশটি দেখেন।
তথ্য মতে, বিগত ১২ আগষ্ট ইসলামাবাদের পূরব গজালিয়ায় ডালারমুখ নামক এলাকায় পালিত গরু চড়াতে গিয়েছিল একই ইউনিয়নের মধ্যম গজালিয়ার জসিম উদ্দিনের পূত্র মো: শরীফ (১২)। সেখান থেকে শরীফ দুপুরের দিকে বাড়ী ফিরতে ঈদগাঁও নদী পারপার হতে গিয়ে পানির স্রোতে তলিয়ে যায়।
১৬ই আগস্ট ভোরে পানির স্রোতে ভেসে এসে মন্ডল পাড়ার পশ্চিমে নদীর টানিং পয়েন্ট থেকে মৃত কিশোরকে দেখে এক পথচারী। পরে তার আত্বীয় স্বজনকে খবর দিলে লোকজন এসে শরীফকে উদ্বার করে। একইদিন সকাল সাড়ে ১০টায় কিশোর শরীফের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
স্থানীয় যুবক জালাল উদ্দিন জানান, পানির স্রোতে তলিয়ে যাওয়া শরীফকে উদ্বার পূরবক দাফন করা হয়েছে।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেনদ্রের ইনচার্জ আসাদুজ্জামান এ বিষয়ে কিছুই শুনেননি বলে জানান।
ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ নুর ছিদ্দিক এবং স্থানীয় মেম্বার সিরাজুল ইসলাম উপরোক্ত তথ্যাবলীর সত্যতা নিশ্চিত করেন।
Posted ৯:১২ অপরাহ্ণ | রবিবার, ১৬ আগস্ট ২০২০
coxbangla.com | Chanchal Chy