মোঃ রেজাউল করিম,ঈদগাঁও(১৬ জানুয়ারী) :: কক্সবাজারের ঈদগড়-ঈদগাঁও সড়কে মাইক্রোবাস-সিএনজি টেক্সির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক ও মহিলা যাত্রী সহ ৬ জন গুরুতর আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ঈদগড় – ঈদগাঁও সড়কের ঈদগড় পুলিশ ক্যাম্পের সামনে উভয় দিক থেকে আসা মাইক্রোবাস ও সিএনজি টেক্সির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিটি ধুমড়ে মুছড়ে যায়।
এসময় সিএনজি চালক আজিজ,যাত্রী আজিজুর রহমান ও মহিলা যাত্রী সহ ৬ জন যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে আশংকাজনক অবস্থায় বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।
দূর্ঘটনায় কবলিত মাইক্রোবাস ও সিএনজি টেক্সি ঈদগড় পুলিশ হেফাজতে রয়েছে।
বিষয়টির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্তা গ্রহণ করা হবে বলে জানান, ঈদগড়ে দায়িত্বরত রামু থানার এএসআই মোরশেদ আলম।
Posted ৩:১৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy