শহিদুল ইসলাম,উখিয়া(১৯ আগস্ট) :: ককসবাজারের উখিয়ার কুতুপালং শরনার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন অাপিল বিভাগের দুই বিচারপতি।
শনিবার সকাল ৯টা থেকে ১০ পযর্ন্ত ঘন্টাব্যাপী ক্যাম্পের বিভিন্ন শেড পরিদর্শন করেন। এসময় বিচার প্রতিরা সাধারন রোহিঙ্গাদের সাথে খোলামেলা অালোচনা করতে দেখা গেছে।
এসময় ছিলেন,অাপিল বিভাগের বিচারপ্রতি মুহাম্মদ ইমান অালী,শেখ হাসানঅালীঅাপিল বিভাগের অতিরিক্ত রেজিষ্টারঅরুন নাথ, ডেপুটি রেজিষ্টার ফারজানা ইয়াছমিন,ককসবাজার শরনার্থী ও প্রত্যাবাসন সচিব,উখিয়া সার্কেল চাই লাউ মারমা,উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাঈন উদ্দিন, ক্যাম্প ইনর্চাজ রেজাউল করিম ও উখিয়া থানার ওসি অাবুল খায়ের।
Posted ৭:৫১ অপরাহ্ণ | শনিবার, ১৯ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Chy