শহীদুল ইসলাম,উখিয়া(৪ নভেম্বর) :: কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল সীমান্তে মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডারগার্ড (বিজিবি) গুলি বর্ষণে রোহিঙ্গাসহ ২ জন গুলিবিদ্ধ হয়েছে। রবিবার বিকেল ২ টার দিকে এই ঘটনা ঘটেছে।
গুলিবিদ্ধরা হল উখিয়া উপজেলার পালংখালীর ইউনিয়নের রহমতের বিল গ্রামের শাহাব মিয়ার ছেলে জয়নাল উদ্দিন (১৪) ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ১ এর বাসিন্দা আনোয়ারুল ইসলাম ছেলে নুরুল ইসলাম (১৬) বলে জনা গেছে।
প্রত্যক্ষদর্শীরা ও গ্রামবাসীরা জানান, রবিবার সকালে ৩/৪ জন কিশোর গরু নিয়ে মাঠে যান।
বিকেল ২ টার দিকে সীমান্ত এলাকা রহমতের বিলে স্থানীয় কিশোরদের গরু নিয়ে দেখতে পেয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বিজিবির টহল দল বাংলাদেশের এ প্রান্তে কিশোরদের পর পর প্রায় ১৭ রাউন্ড গুলি ছুড়ে।
আহতদেরকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এনজিও সংস্থা কর্তৃক পরিচালিত রেড ক্রিসেন্ট ও মালেশিয়ান হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে উখিয়া থানার ওসি আবুল খায়ের জানিয়েছেন।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী উদ্বেগ প্রকাশ করে বলেন, সীমান্তরক্ষী মিয়ানমারের বিজিবির গুলিতে নিরহ গ্রামবাসী গুলিবিদ্ধ হয়েছে।
উখিয়া থানার ওসি আবুল খায়ের বলেন, মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডারগার্ড পুলিশ প্রায় ১৭ রাউন্ড গুলি বর্ষণ করে। এতে গ্রামবাসীসহ ২ জন গুলিবিদ্ধ হয়।এ ঘটনায় আতংকিত হওয়ার কোন কারণ নেই।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।
Posted ৭:০৩ অপরাহ্ণ | রবিবার, ০৪ নভেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy