কক্সবাংলা রিপোর্ট(২১ সেপ্টেম্বর) :: বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ভারতের দেয়া ত্রাণ বিতরণের সময় এ আহ্বান জানান তিনি।
কুতুপালং শরণার্থী শিবিরে ভারতের দেয়া ত্রাণ বিতরণ করতে আসেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও দেশটির দুই দূতাবাস কর্মকর্তা।
এ সময় তিনি বলেন, ‘ভারত ৭ হাজার টন খাদ্য ত্রাণ দেওয়ায় ভারতকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আমরা এটাও আশা করবো যে, ভারত সরকার মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করবে যাতে তারা তাদের নাগরিকদের ফিরিয়ে নেয় এবং তারা যেনো নির্যাতনের মুখে না পড়ে।
এর আগে, ত্রাণ ও পুনর্বাসন কাজে সেনা সদস্যরা মাঠে নামছে বলে জানান ওবায়দুল কাদের। আর এ বিষয়ে মাঠ পর্যায়ে রেকির পর সন্ধ্যায় জেলা প্রশাসনের সমন্বয় সভা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। রোহিঙ্গাদের জন্য ভারতের পাঠানো সাত হাজার টন ত্রাণের মধ্যে প্রথম দিন বিতরণ হয়েছে ১৬০ টন।
ওবায়দুল কাদের আরো বলেন, ‘বৃষ্টির জন্য ত্রাণ তৎপরতা কিছুটা বিঘ্নিত হলেও ত্রাণ কার্যক্রম বিঘ্নিত হয়নি। আগামীকাল থেকে সেনাবাহিনী পুরোদমে ত্রাণ দেওযার কাজে অংশ নেবে।’
Posted ৫:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Chy