নজরুল ইসলাম, কুতুবদিয়া :: কক্সবাজারের কুতুবদিয়া পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) পৃথক পৃথক সময়ে দক্ষিণ ধুরুং ইউনিয়নে পুকুরে ডুবে মোকাররম (৭), জান্নাতুল বকেয়া (৪) ও তাবাচ্ছুম (২.৫) নামের দুই শিশুর মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, মোকাররম দক্ষিণ ধুরুং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নুরুল আবছারের পুত্র।
জান্নাতুল বকেয়া একই ইউনিয়নের জুলেখার বিবি পাড়ার ইকবালের কন্যা এবং তাবাচ্ছুম বড়ঘোপ ইউনিয়নের আজম কলোনি গ্রামের মোঃ ছুটনের কন্যা।
দুপুর ১২ টার দিকে মোকাররমকে এবং কিছু সময় পরে জান্নাতুল বকেয়া এবং সন্ধ্যা পৌনে সাতটার দিকে তাবাসসুমকে বাড়ির পুকুর থেকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুত্রয়কে মৃত ঘোষণা করেন।
Posted ১২:৪৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
coxbangla.com | Chanchal Chy