কক্সবাংলা রিপোর্ট(১৭ জুন) :: কক্সবাজারে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে।
রবিবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের পূর্ব হিন্দুপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত কিশোরের নাম বাবু দে (১৬)।বাবু দে ওই পাড়ার ননীদের ছেলে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিক উদ্দিনজানান, দুপুরে বাড়ি থেকে বের হয়ে খুরুশকুল টাইম বাজারের দিকে যাচ্ছিল বাবু দে। এসময় পেছন থেকে একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে।
তিনি আরও বলেন, তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Posted ১১:৩০ অপরাহ্ণ | রবিবার, ১৭ জুন ২০১৮
coxbangla.com | Chanchal Chy