মুকুল কান্তি দাশ,চকরিয়া(৫ নভেম্বর) :: কক্সবাজারের চকরিয়ায় মশার কয়েলের আগুনে পুড়ে শহীদুল ইসলাম রায়হান (২০) নামের এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার ভোররাত আড়াইটার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের চরপাড়া এলাকায় নিজের মুদির দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
শহীদুল ইসলাম রায়হান একই ইউনিয়নের চরপাড়ার মৌলভী ইউনুছ আহমদের ছেলে।
এদিকে আগুনে পুড়ে শহীদুল ইসলাম মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মুদির দোকানদার শহীদুল প্রতিদিনের মতো রাতে মশার কয়েল জ্বেলে ও মশারী টাঙ্গিয়ে ঘুমিয়ে পড়ে। ভোররাত আড়াইটার দিকে কয়েলের আগুন মশারীর মাধ্যমে পুরো দোকানে ছড়িয়ে পড়ে। ভেতর থেকে দোকানের দরজা তালাবদ্ধ থাকায় শহীদুল আগুনে পুড়ে মারা যায়।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আগুনে পুড়ে অঙ্গার হয়ে যাওয়া শহীদুলের লাশ উদ্ধার করা হয়।
চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জিএম মহিউদ্দিন বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে নিয়েআসি। তবে দোকানের ভিতর থেকে দরজা তালাবদ্ধ থাকায় শহীদুল পুড়ে মারা যায়।
চকরিয়া থানার এসআই মো. আলমগীর বলেন, ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Posted ১২:৩৬ অপরাহ্ণ | সোমবার, ০৫ নভেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy