কক্সবাংলা রিপোর্ট(১৮ ডিসেম্বর) :: কক্সবাজারের চকরিয়া উপজেলাধীন বুড়িপুকুর এলাকায় অস্ত্র-গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী মোঃ করিম পটুকে (৪১) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটককৃত মোঃ করিম পটু চকরিয়া উপজেলার বুড়িপুকুর এলাকায় হাজী মোঃ হাবিবুর রহমানের ছেলে।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে র্যাব-৭ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৩টায় মেজর মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে র্যাব-৭ এর একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে ৩টি ওয়ান শুটারগান,১টি রামদা, ১৩ রাউন্ড গুলি/কার্তুজ এবং ১ রাউন্ড খালি খোসা উদ্ধারসহ কুখ্যাত সন্ত্রাসী পটুকে গ্রেফতার করা হয়।
পরে আসামী পটুকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং দীর্ঘদিন যাবত অবৈধ কর্মকান্ড পরিচালনাসহ জনমনে আতংক সৃষ্টি করে এলাকায় প্রভাব বিস্তার করার জন্য উক্ত অস্ত্র ও গোলাবারুদ মজুদ করেছে।
এ ঘটনায় আটক আসামীর বিরুদ্ধে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে আমর্স এ্যাক্ট, ১৮৭৮ এর ১৯অ/১৯(ভ) ধারা মোতাকে কক্সবাজার জেলার চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Posted ৭:৫২ অপরাহ্ণ | সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Chy