কক্সবাংলা রিপোট(৮ আগস্ট) :: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ কক্সবাজারের রামু উপজেলার চেইন্দা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২ কোটি টাকার ৪০ হাজার পিচ ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
শনিবার রাতে র্যাব-১৫ থেকে পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব-১৫’র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার-টেকনাফ সড়কের চেইন্দা এলাকাস্থ ইন্টারন্যাশনাল এমাউজমেন্ট পার্ক এ্যান্ড রিসোর্ট এর সামনে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সোয়া ৮ টার সময় র্যাব-১৫‘র একটি দল উপরোক্ত স্থানে পৌছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় বান্দরবানের রোয়াংছড়ির নোয়াপতং ইউপিস্থ ৩ নং ওয়ার্ড‘র খায়াম্রং পাড়ার মৃত পাইথুই মারমা ও মুই সাং থুই মারমার পুত্র লা থুইপ্রো মারমা (৪৯)কে ধরে ফেলে। এসময় জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে তার নিকট ইয়াবা বড়ি আছে।
পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর হাতে থাকা প্লাষ্টিকের সাদা শপিং ব্যাগ তল্লাশী করে মোট ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১ কোটি টাকা।
একইদিন অপর অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চেইন্দার হোপ হসপাতালের এর সামনে কক্সবাজার-টেকনাফ গামী পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর সোয়া ১২ টার সময় র্যাব-১৫‘র একটি দল উপরোক্ত স্থানে পৌছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় কক্সবাজার শহরের পৌর এলাকার ১০নং ওয়ার্ড গোলদিঘির পাড়স্থ
বাদল দাশ ও বকুল দাশের পুত্র সুমন দাশ (৪০),টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ড হাবিরছড়ার আব্দুল জালাল ও নুরুন নাহারের পুত্র মোঃ হাছান (৩৪) এবং উখিয়ার বালুখালী ক্যাম্প নং-১৭, ব্লক-৬০ এর আলী হোসেন ও জরিনা খাতুনের পুত্র খায়দর আলী (৪০)কে ধরে ফেলে।
পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে সর্বমোট ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১ কোটি টাকা।
ব্যাপক জিজ্ঞাসাবাদে ৪ আসামী স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশল অবলম্বন করে কক্সবাজার জেলার টেকনাফ এবং উখিয়া সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বান্দরবানসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
র্যাব-১৫’র সহকারী পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
Posted ১০:২৯ অপরাহ্ণ | শনিবার, ০৮ আগস্ট ২০২০
coxbangla.com | Chanchal Chy