মোঃ রেজাউল করিম, ঈদগাঁও :: কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়ন এর ৭নং ওয়ার্ডের উত্তরের বিলে ফসলি জমি হতে অবৈধভাবে মাটি উত্তোলন ও জমির টপসয়েল কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
৯ জানুয়ারী বিকাল সাড়ে ৪টা হতে সন্ধ্যা পর্যন্ত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী।
বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনাকালে একটি এস্কেভেটর জব্দ করা হয়।
অভিযানকাল কক্সবাজার সদর মডেল থানার পুলিশ, ব্যাটেলিয়ন আনসার ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জানতে চাইলে বিষয়টি স্বীকার করে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, কেউ আইনের উর্ধ্বে নয়। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।
Posted ১১:৪৩ অপরাহ্ণ | শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta