মোঃ রেজাউল করিম,ঈদগাঁও(২ জানুয়ারি) :: কক্সবাজারের চৌফলদন্ডীতে শিক্ষা প্রতিষ্ঠান নেম ফলক ও ব্যানার পোড়ানোর প্রতিবাদে বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২ জানুয়ারি বিকেলে নতুন মহাল বাজারে এ কর্মসূচির আয়োজন করে নতুন মহাল জলিলিয়া কেজি স্কুল সংশ্লিষ্টরা।
এতে বক্তব্য রাখেন অভিভাবক মাস্টার শাহ আলম, প্রতিষ্ঠাতা এমরানুল হক চৌধুরী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাকিব উল্লাহ, মাস্টার সিরাজুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে শিক্ষা প্রতিষ্ঠানটির অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় শিক্ষানুরাগী, সর্ব সাধারণ সহ বিপুল সংখ্যক গ্রামবাসী অংশ নেন।
বক্তারা বলেন, বুধবার সকালে ভর্তি কার্যক্রম চলাকালে স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রকাশ্য জনসম্মুখে নতুন য়হাল জলিলিয়া কেজি স্কুল কর্তৃক স্থাপিত ভাঙ্গা মুরা টাওয়ার সংলগ্ন নেম ফলক ও বাজারসংলগ্ন ব্যানার ভাঙচুর করতঃ জ্বালিয়ে দেয় চিহ্নিত দুস্কৃতিকারীরা।
এ প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে এ ঘটনা ঘটানো হয়েছে। এ অপকর্মের জন্য তারা স্থানীয় জনৈক আবুল কালামকে সরাসরি অভিযুক্ত করেছেন। তাদের মতে, আবুল কালামের পরিচালনাধীন শিক্ষা প্রতিষ্ঠানটি দিনদিন জনবিচ্ছিন্ন ও ছাত্র শূন্য হওয়ায় সে মাতালের মত এ আচরণ করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৬ সালে স্থানীয় শিক্ষিত কতিপয় বেকার যুবক কর্তৃক শিক্ষা-দীক্ষায় অবহেলিত এ অজ পাড়াগাঁয়ে জলিলিয়া কেজি স্কুল প্রতিষ্ঠা লাভ করে এলাকায় হইচই ফেলে দেয়। আদর্শিক ও আধুনিক শিক্ষার প্রত্যয় যাত্রা শুরু করা এ প্রতিষ্ঠান থেকে ২০১৭ সালে পিইসি পরীক্ষায় চারজন এ প্লাস লাভ করে।
এর মধ্যে দুইজন ইউনিয়ন ক্যাটাগরিতে সাধারণ গ্রেডে বৃত্তি পায়। এর পরের বছর তথা ২০১৮ সালে একই পরীক্ষায় উক্ত বিদ্যালয় এর দুইজন এ প্লাস লাভ সহ শতভাগ পাশ করার ধারাবাহিকতা রক্ষা করে।
এছাড়া আইডিয়াল ট্রাস্ট মেধা বৃত্তি পরীক্ষায় এ শিক্ষা প্রতিষ্ঠানের দুই জন শিক্ষার্থী মেধা বৃত্তি লাভ করে। এর মধ্যেএকজন চৌফলদন্ডীতে প্রথম স্থান অর্জন করে। ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের আওতাধীন আদর্শ পাড়ায় স্থাপিত এ প্রতিষ্ঠানটিতে বর্তমানে দু’শয়ের কাছাকাছি শিক্ষার্থী অধ্যয়ন করছে।
Posted ২:০৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জানুয়ারি ২০১৯
coxbangla.com | Chanchal Chy