বিশেষ প্রতিবেদক(১ জুলাই) :: কক্সবাজারে জলবায়ূ উদ্বাস্তুদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প খুরুস্কুল আশ্রয়ন প্রকল্পের মাটি ভরাটের কাজ,সংযোগ সড়ক ও প্রকল্পের আভ্যন্তরীন সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড.কামাল আবদুল নাসের চৌধুরী।
শনিবার দুপুরে খুরুস্কুল-আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনকালে জেলা প্রশাসক মো:আলী হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি মো:আবদুর রহমান,জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মো:আলী হোসেন খুরুস্কুল আশ্রয়ন প্রকল্পের নির্মাণ কাজের সার্বিক অবস্থা তুলে ধরেন।
আশ্রয়ন প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন মুখ্যসচিব।
Posted ১:৫১ পূর্বাহ্ণ | রবিবার, ০২ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Chy