কক্সবাংলা রিপোর্ট(১৯ আগস্ট) :: কক্সবাজারের টেকনাফের সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার সময় একটি নৌকাসহ ৩১ মিয়ানমারের ৩১ নাগরিককে(রোহিঙ্গা) ফেরত পাঠিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড।
শনিবার ভোরে নৌকাটি বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে।
টেকনাফের শাহপরীর দ্বীপ স্টেশনের কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট এস এম কবির হোসেন বলেন, নৌকাসহ মিয়ানমারের ৩১ নাগরিককে(রোহিঙ্গা) নাফ নদী দিয়ে অনুপ্রবেশ চেষ্টাকালে ফেরত পাঠানো হয়েছে। নৌকাটিতে নয়জন নারী ও ২২ জন পুরুষ ছিল।
উল্লেখ্য,সম্প্রতি মিয়ানমারের রাখাইন প্রদেশে ৫ বৌদ্ধ সম্প্রদায়ের লোক হত্যার ঘটনায় রোহিঙ্গা অধ্যূষিত মংডু, বুচিডং ও রাচিডং জেলা এবং দুর্গম মূর্য্য পর্বত এলাকায় রোহিঙ্গা মিলিশিয়াদের ধরতে মিয়ানমার সরকার ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী সেনা সার্জিক্যাল অপারেশন শুরু করা হয়েছে। মিয়ানমার সেনাবাহিনীর ধারনা ময়্যু পাহাড়ে রোহিঙ্গা মুসলিম সন্ত্রাসীরা চরমপন্থী কর্মকান্ড চালানোর জন্য প্রশিক্ষণ দিয়ে থাকে।সুবিশাল এ পাহাড়ে অন্তত তিন শতাধিক রোহিঙ্গা মিলিশিয়া প্রশিক্ষণরত রয়েছে।মূলত তাদের রাস্তাাচ্যুত করতেই সেনাবাহিনীর এ বিশেষ অভিযান বলে জানা গেছে। তবে গত অক্টোবরের পরে কয়েক মাস যেভাবে সীমাহীন নির্যাতন ও অত্যাচার চালিয়েছিল এবার এখনো সেধরনের নির্যাতন চালাচ্ছে না।
Posted ৪:২৮ অপরাহ্ণ | শনিবার, ১৯ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Chy