হুমায়ুন রশীদ,টেকনাফ(২ নভেম্বর) :: দেশের ইয়াবার রাজ্য কক্সবাজারের টেকনাফ সীমান্তে বন্দুক যুদ্ধ ও আকস্মিক লাশ উদ্ধারের ঘটনা নিয়ে এলাকায় তোলপাড় চলছে। গত ১০ দিনের ব্যবধানে কেবল টেকনাফ সীমান্তে কথিত বন্দুক যুদ্ধে ৬ জন ইয়াবা কারবারি নিহত হয়েছে।এর আগে গত ২৪ অক্টোবর ২ জন এবং ২৮ অক্টোবর আরও ২জন সহ মোট ৪ মাদক ব্যবসায়ি কথিত বন্দুক যুদ্ধে নিহত হয়েছিল।আর গত ১০ দিনে ৬জন মাদক কারবারী নিহত হল। এছাড়া দুই টমটম চালক ও এক স্কুল ছাত্র সহ ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
এনিয়ে টেকনাফে গত ১০ দিনে ৯ জনের অস্বাভাবিক মৃত্যূর ঘটনা ঘটল। তবে এ সকল ঘটনায় কাউকে আটক বা ঘটনার রহস্য উন্মোচন করা যায়নি।
এদিকে সীমান্ত শহর টেকনাফে হঠাৎ করে ১০ দিনের ব্যবধানে ৯ জনের খুনাখুনির ঘটনা নিয়ে সর্বত্র তোলপাড় চলছে।৬ ইয়াবা কারবারী বাদে নিরীহ ২ টমটম চালক ও এক স্কুল ছাত্রের মৃত্যূ নিয়ে এলাকায় আতংক বিরাজ করছে।
আরও দুই মাদক কারবারী নিহত
কক্সবাজারের টেকনাফে বন্দুক যুদ্ধে সাদ্দাম হোসেন নামে আরও দুই মাদক কারবারী নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল হতে মৃতদেহ, অস্ত্র, বুলেট ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। লাশ ২টি মর্গে প্রেরণ করেছে পুলিশ।
জানা যায়, ২ নভেম্বর ভোররাতে উপজেলার সাবরাং উপকূলীয় খুরের মুখে দুই দল মাদক কারবারীদের মধ্যে বন্দুক যুদ্ধের খবর পেয়ে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাসের নেতৃত্বে পুলিশের বিশেষ টিম ঘটনাস্থলে গেলে মাদক চোরাকারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও আতœ রক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে মাদক চোরাকারবারীরা পিছু হটে।
এসময় টেকনাফ মডেল থানা পুলিশের এসআই আমির হোছন (২৯), কনস্টেবল আব্দু শুক্কুর (২১), মোহাম্মদ সিকান্দর আলী (২৪) ও মেহেদী হাসান (২১) আহত হয়।ঘটনাস্থল তল্লাশী করে দুইটি গুলিবিদ্ধ মৃতদে ৩টি দেশীয় অস্ত্র, ২০ রাউন্ড বুলেট ও ২০ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। মৃতদেহ হাসপাতালে এনে একজন হ্নীলা পূর্ব সিকদার পাড়ার মৃত তোফাইল আহমদের পুত্র সাদ্দাম হোসেন (৩৫) ও অপরজন সাবরাং পূর্ব সিকদার পাড়ার সোলতান আহমদের পুত্র সাদ্দাম হোসেন (৩০) বলে সনাক্ত করে। লাশ দুইটি পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এই বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, মাদক ব্যবসায়ী দু’গ্রপের মধ্যে বন্দুক যুদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে।পুলিশও আতœরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে।
এতে পুলিশের চার সদস্য আহত হয়। কিছুক্ষণ পর তারা পালিয়ে গেলে ঘটনাস্থল হতে ২টি গুলিবিদ্ধ মৃতদে ৩টি দেশীয় অস্ত্র, ২০ রাউন্ড বুলেট ও ২০হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। লাশ ২টি পরিচয় সনাক্তের পর মর্গে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য গত ২৬ অক্টোবর ভোররাতে টেকনাফে নাফনদীর কিনারায় দু‘গ্রুপ ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে চালান খালাস নিয়ে গোলাগুলির ঘটনায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উলুচামরী এলাকার কালা মিয়া প্রকাশ কালুর পুত্র হামিদুল ইসলাম প্রকাশ লালাইয়া ওরফে বার্মাইয়া লালাইয়ার (৩৫) গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ।এসময় ২টি দেশীয় তৈরী অস্ত্র, ১০ রাউন্ড বুলেট ও ৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এর দুদিন আগে ২৪ অক্টোবর ভোরে টেকনাফে দু’পক্ষের বন্দুক যুদ্ধে ৫টি দেশীয় তৈরী অস্ত্র, ২০ রাউন্ড বুলেট ও ইয়াবাসহ এক জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে লাশের পরিচয় সনাক্ত করে নিহত ব্যক্তি উপজেলার হ্নীলা পূর্ব লেদার মৃত লাল মিয়ার পুত্র মুফিজ আলম (৩২) বলে জানা যায়।
নিখোঁজ টমটম চালকের মৃতদেহ উদ্ধার
——————————–
কক্সবাজারের টেকনাফে গত দুইদিন ধরে নিখোঁজ থাকা এক টমটম চালকের মৃতদেহ একটি কালভার্টের নীচ হতে উদ্ধার করা হয়েছে।
জানা যায়, ২ নভেম্বর সকাল ৬টারদিকে উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড কচুবনিয়ার জনৈক জিন্নাত আলীর বাড়ির পাশের্^ কালভার্টের নীচে স্থানীয় ছিদ্দিক আহমদের পুত্র জিয়াউর রহমান (২০) এর মৃতদেহ দেখতে পেয়ে বাড়ির লোকজনকে খবর দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে।
নিহত টমটম চালক জিয়ার পরিবার সুত্র জানায়,গত বুধবার সকাল সাড়ে ১০টারদিকে ডাক্তারের নিকট যাওয়ার কথা বলে বের হয়েই নিখোঁজ হয়ে যান। আজ সকালে লোকজন মারফতে জানতে পেরে কালভার্টের নীচ হতে মৃতদেহ উদ্ধার করে। তবে তার মুখ ও বুকে হামলার চিহ্ন রয়েছে।
এর আগে গত ১ নভেম্বর সকাল ৯টারদিকে উপজেলার সাবরাং হারিয়াখালীতে পরিত্যক্ত অবস্থায় উপজেলার সাবরাং কচুবনিয়ার মৃত জালাল আহমদ বৈদ্যের পুত্র মোঃ হেলাল (১৮) নামে আরও এক টমটম চালকের মৃতদেহ উদ্ধার করা হয়।
স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার
অপরদিকে ১ নভেম্বর সন্ধ্যা ৬টারদিকে এসআই নুরুল ইসলাম সর্ঙ্গীয় ফোর্স নিয়ে একই পয়েন্ট সংলগ্ন সাগরে স্থানীয় জেলেরা টানা জালে এক যুবকের মৃতদেহ পায়। সে সাবরাং ইউনিয়নের কোয়াংছড়ি পাড়ার মিয়া হোছনের পুত্র মোঃ মিজান (১৫) বলে স্থানীয় সুত্রে জানা গেছে।
উদ্ধারকৃত যুবক চকরিয়া কোরক বিদ্যাপিঠের ৭ম শ্রেণীর ছাত্র বলে পারিবারিক সুত্র জানায়। বিষয়টি পুলিশকে অবহিত করা হলে সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই নৃশংস মৃত্যুর কারণ নিয়ে স্থানীয় জনমনে নানা আলোচনা চলছে।
Posted ৪:৪৮ অপরাহ্ণ | শুক্রবার, ০২ নভেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy