প্রেস বিজ্ঞপ্তি(২৪ ডিসেম্বর) :: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদের সাবেক সহ সভাপতি, শূণ্য দশকের শক্তিমান কবি মাসউদ শাফির ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৫টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাঙ্গণে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সাবেক ছাত্রনেতা কবি মানিক বৈরাগীর সভাপতিত্বে এবং জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অর্পন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি কলিম উল্লাহ, জেলা খেলাঘরের সহ সভাপতি জসিম উদ্দিন, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শহীদুল্লাহ শহীদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মনির মোবারক, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য সৌরভ দেব, কবি তানবিরউল মির্জা রিপন।
এসময় ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক পাভেল দাশ, কক্সবাজার সাইক্লিং ক্লাবের সভাপতি ফয়সাল সাকিব, কবি কালাম আযাদ, ছাত্র ইউনিয়ন শহর কমিটির নেতা তৌফিক, মোস্তাক আহামদসহ অনেকেই উপস্থিত ছিলেন। বক্তারা কবি মাসউদ শাফির স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেওয়ার মতামত প্রদান করেন।
Posted ১১:৪৯ অপরাহ্ণ | সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy