মো: ফারুক,পেকুয়া(৫ জানুয়ারি) :: কক্সবাজারের পেকুয়ায় সড়ক দূর্ঘটনায় আহত মুজিবুর রহমানের (৪৮) মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে পেকুয়া-মগনামা সড়কের মামা ভাগিনার দোকানের সামনে দ্রুত গতির একটি নসিমন করিমন গাড়ি উল্টে গেলে তিনি গুরুতর আহত হয়।
রবিবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলে মৃত্যুবরণ করেন।
নিহত মুজিবুর রহমান বারবাকিয়া ইউনিয়নের সবজীবন পাড়ার মৃত মোঃ মিয়ার পুত্র ও পেকুয়ার বাজারের কাঁচা মাছ ব্যবসায়ী।
মুজিবুর রহমানের নিকট আত্বীয় আব্বাছ বলেন, শনিবার মুজিব মাছ ক্রয় করার জন্য একটি ট্রলিগাড়ি নিয়ে মগনামার লঞ্চঘাটে যাচ্ছিলেন। মামা ভাগিনার দোকানে সামনে যাওয়ার পর গাড়িটি উল্টে যায়।
ওই সময় তিনিসহ আরো দুইজন আহত হয়। আহত পরবর্তি চমেক হাসপাতলে নিয়ে যাওয়া হয়। আজ(রবিবার) মৃত্যুরকূলে ঢলে পড়েন।
পেকুয়া বাজার সমিতির সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন বলেন, মাছ ব্যবসায়ী মুজিব সৎ ব্যবসায়ী হিসাবে পরিচিত।
তার মৃত্যুতে ব্যবসায়ী সংগঠন গভীরভাবে শোকাহত।
Posted ১১:১৪ অপরাহ্ণ | রবিবার, ০৫ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy