নাজিম উদ্দিন,পেকুয়া(২৪ জানুয়ারী) :: কক্সবাজারের পেকুয়ায় সকালে শ্বাশুর বাড়িতে বেড়াতে আসল ম্যাজিষ্ট্রেট ছরওয়ার কামাল। পুলিশের কাছে তথ্য রয়েছে তিনি একজন বড় মাপের ইয়াবা ব্যবসায়ী।
পেকুয়ায় একটি জায়গায় থেকে ইয়াবা হাতবদল করবে ওই ম্যাজিষ্ট্রেট। পুলিশও সোর্স লাগিয়ে দেয় তার পিছনে। সকাল থেকে তিন দফা স্থান বদল করে ইয়াবাগুলো হাতবদলের জন্য।
সন্ধায় শেষ পর্যন্ত পুলিশের জালে ৩ হাজার ৭শ পিস ইয়াবা নিয়ে ধরা পড়ল ছরওয়ার কামাল ওরফে মোস্তফা কামাল (৩২) নামের ভুঁয়া ম্যাজিষ্ট্রেট। ছরওয়ার কামাল মহেশখালী উপজেলার হোয়ানক টাইম বাজার এলাকার মৃত,কামাল উদ্দিনের ছেলে।
শুক্রবার (২৪জানুয়ারী) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আধাখালী এলাকা থেকে পুলিশ ইয়াবাসহ আটক করে। অভিযানে নেতৃত্ব দেয়া পেকুয়া থানার এসআই সুমন সরকার ও এএসআই নাছির উদ্দিন জানায়,পেকুয়ায় বিপুল পরিমান ইয়াবা হাতবদল করার গোপন সংবাদ ছিল পুলিশের কাছে।
সকাল থেকে সে মতে পুলিশও ছরওয়ার কামালের পিছনে সোর্স লাগিয়ে দেয়। ইয়াবা বিক্রির জন্য তিন দফা স্থান বদল করা হয়। সন্ধ্যায় আধাখালী এলাকায় ছরওয়ারের শ্বাশুর বাড়ি আলী আকবরের বাড়ি থেকে ইয়াবাগুলো হাতবদল করার কথা পাকাপোক্ত হয় ছরওয়ারের সাথে। এ সময় পুলিশ কৌশলে অবস্থান নেয়।
তবে পুলিশি অবস্থান টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ছরওয়ার। এ সময় পুলিশ তাকে ধাওয়া দিয়ে আটক করে। এ সময় তার কাছ থেকে পলিথিন মোড়ানো ৩হাজার ৭শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ ও ছরওয়ারের সাথে হাতাহাতিও হয়।
পুলিশ জানায়, ছরওয়ার কামাল একজন দুর্ধর্ষ লোক। সে একেক সময় একেক নাম বলে। আমার গায়ে হাত দিবিনা, আমি একজন ম্যাজিষ্ট্রেট বলে পুলিশকে ধমকও দেয়। কখনও ছরওয়ার কামাল আবার কখনো মোস্তফা কামাল বলে পরিচয় দেয়। একেক নামে কয়েকটি ভিজিডিং কার্ড রয়েছে তার।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ কামরুল আজম জানায়, ভুঁয়া ম্যাজিষ্ট্রেট পরিচয়ে ৩হাজার ৭শ পিস ইয়াবাসহ ছরওয়ার কামাল নামের একজনকে আটক করেছে পুলিশ। এএসআই নাছির উদ্দিনের নেতৃত্ব পুলিশ গোপন সংবাদে তাকে আটক করে। তাকে আটক করার জন্য সকাল থেকে কষ্ট করছিল পুলিশ। অবশেষে সফলও হয়েছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলার প্রক্রিয়া চলছে। সন্ত্রাস,চাঁদাবাজ,মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে। এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবেনা। মাদকের বিরুদ্ধে জিরু টলারেন্স ঘোষনা করেছে পুলিশ।
Posted ১০:৪৫ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy