প্রেস বিজ্ঞপ্তি :: ৬০ দশকের প্রগতিশীল ছাত্রনেতা, বিশিষ্ট কণ্ঠশিল্পী প্রবীর বড়ুয়ার স্মরণানুষ্ঠান আগামীকাল (৯ অক্টোবর) শুক্রবার সন্ধ্যা ৬টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে।
স্মরণানুষ্ঠানের আয়োজন করেছেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কক্সবাজার জেলা সংসদ, সাংস্কৃতিক ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদ ও ব্যান্ড দল ওআইজি।
স্মরণানুষ্ঠানের সার্বিক সহযোগিতায় থাকছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, কক্সবাজার জেলা শাখা ও কক্সবাজার মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশন।
স্মরণানুষ্ঠানে প্রয়াত প্রবীর বড়–য়ার বন্ধু, শুভানুধ্যায়ী-স্বজন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। স্মরণানুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য আহব্বান জানিয়েছেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সভাপতি মো. খোরশেদ আলম।
Posted ৭:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০
coxbangla.com | Chanchal Chy