প্রেসবিজ্ঞপ্তি :: কক্সবাজার জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দীন চৌধুরী’র পিতা আলহাজ্ব মোছলেহ্ উদ্দীন চৌধুরী আর নেই।
সোমবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে শহরের ইউনিয়ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৭ বছর।
বিশিষ্ট শিক্ষাবীদ মোসলেহ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।
শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রসঙ্গত,মোসলেহ উদ্দিন চৌধুরী কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে এইসএসসি ও বিএসসি পাশ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬১ সালে মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে কৃতিত্বের সাথে মাস্টার্স সম্পন্ন করে ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই বিষয়ের প্রভাষক হিসাবে কয়েক বছর শিক্ষকতা করেন।
বিশিষ্ট শিক্ষাবিদ মোসলেহ উদ্দিন চৌধুরী শহরের টিএমসি বালিকা উচ্চ বিদ্যালয় ছাড়াও হজরত ওমর ফারুক (রা:) জামে মসজিদ, ঝিলংজা জানারঘোনা জুলেখা খাতুন জামে মসজিদ, এসএম পাড়া মোসলেহ উদ্দিন চৌধুরীর প্রজেক্ট সংলগ্ন জামে মসজিদ, কলেজ গেইটে তাহেরা বেগম চৌধুরানী মাদ্রাসাসহ বেশ কিছু শিক্ষা, ধর্মীয় ও কল্যানকর প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা।
অসাধারণ প্রতিভাসম্পন্ন ও বহুগুনে গুণান্বিত মোসলেহ উদ্দিন চৌধুরীর নামাজে জানাজা মঙ্গলবার ১ ডিসেম্বর জুহুরের নামাজের পর হাসেমিয়া কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মরহুমের সন্তান, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দীন চৌধুরী।
Posted ১২:৫২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy