কক্সবাংলা রিপোর্ট(২২ জানুয়ারী) :: কক্সবাজার সদরের বিসিক এলাকা সংলগ্ন পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনে থেকে ২৫ লক্ষ টাকার ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে নবগঠিত র্যাব-১৫।
২২ জানুয়ারী এক মেইল বার্তায় র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি সিএনজি যোগে ইয়াবা নিয়ে টেকনাফ হতে কক্সবাজারের দিকে আসছে।
উক্ত সংবাদের ভিত্তিতে ২১ জানুয়ারী রাত পৌনে ৯টায় র্যাব-১৫‘র এর একটি দল লিংক রোডস্থ বিসিক মোড়, পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনে কক্সবাজার-টেকনাফ পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে।
এসময় তল্লাশী চলাকালে সিএনজি হতে পালিয়ে যাওয়ার সময় মহেশখালীর মুদির ছাড়ার উসেছা‘র পুত্র ছেংথে মং (৩৫),কক্সবাজার শহরের ঘোনার পাড়ার ধনঞ্চয় ধর ও নিপু ধর এর পুত্র শান্ত ধর (১৯) এবং একই এলাকার আবুল কাশেম ও মমতাজ বেগমের পুত্র অলিউল হাসানকে (২০) ধরে ফেলে।
পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃতদের দেহ তল্লাশী করে সর্বমোট ৫ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ২৫ লক্ষ টাকা।
ধৃতরা জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফ হতে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রয় করে আসছে।
র্যাব-১৫ আরও জানায়,গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Posted ৬:১৪ অপরাহ্ণ | বুধবার, ২২ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy