কক্সবাংলা রিপোর্ট(১১ জানুয়ারী) :: কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের পশ্চিশ পার্শ্বে ইসিএ এলাকায় অবৈধস্থাপনা নির্মানের দায়ে অভিযান চালিয়ে মালামাল জব্ধ করেছে ভ্রাম্যমান আদালত।
১১ জানুয়ারী শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম শেখ রামু উপজেলার পেচার দ্বীপ এলাকার মেরিন ড্রাইভ সড়কের পশ্চিম পাশ্বে জাদুঘর নামক ইসিএ এলাকায় অবৈধস্থাপনা নির্মানের দায়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।
উক্ত মোবাইল কোর্ট অভিযানে ইসিএ এলাকায় স্থাপিত অবৈধস্থাপনাগুলো সরিয়ে দেওয়া হয়। এসময় প্যারাবন কেটে ও পরিবেশগত ছাড়পত্র ব্যাতিরেকে অবৈধভাবে ইসিএ এলাকায় রিসোর্ট নির্মান করায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন নেস্ট রিসোর্টের কার্যক্রম বন্ধ করে দেন এবং পরিবেশ আইনে তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেন।
এসময় অবৈধস্থাপনার নির্মাণে ব্যবহৃত কাঠ ও টিন জব্দ করা হয় (লম্বা-১০ ফুটের কাট ১৫টি (বাটম), ৬ ফিটের বাটম 25টি, টিন ১৫টি। জব্দকৃত মালামাল পরিবেশ অধিদপ্তরের হেফাজতে নিয়ে তাদের সর্তক করেন।
উক্ত মোবাইল কোর্ট অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল আশ্রাব সহ এনফোর্সমেন্ট টিমের সদস্যগণ এবং দক্ষিণ বন বিভাগের কক্সবাজার রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা জনাব মোঃ তারেকুর রহমান সহ সঙ্গীয় ফোর্স এবং ৩৯ আনসার ব্যাটেলিয়ানের ফোর্স উপস্থিত ছিলেন।
Posted ২:০২ পূর্বাহ্ণ | শনিবার, ১২ জানুয়ারি ২০১৯
coxbangla.com | Chanchal Chy