কক্সবাংলা রিপোর্ট(১ নভেম্বর) :: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণ।
সূত্র জানায় সফরসূচী অনুযায়ী আগামী ৪ নভেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বালাকৃষ্ণ। সেদিন দুপুরেই রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে যাবেন তিনি। ঐদিন সন্ধ্যায় কক্সবাজার থেকে ঢাকায় ফিরবেন বালাকৃষ্ণ।
প্রসঙ্গত, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর গত ৩ সেপ্টেবর ঢাকায় আসার কথা ছিল। সেই সফরে তিনি কক্সবাজার থেকে টেকনাফ সীমান্ত দিয়ে রাখাইনে যেতে চেয়েছিলেন কিন্তু মিয়ানমার রাজি না হওয়ায় ঐ সফর স্থগিত করা হয়।
জানা যায়,পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর আমন্ত্রণে দুই দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী বালাকৃষ্ণ বাংলাদেশ-সিঙ্গাপুরের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন তিনি।
কূটনৈতিক সূত্রগুলো সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরকে রোহিঙ্গা ইস্যুতে খুব গুরত্বের সঙ্গে দেখছেন। কারণ সিঙ্গাপুর ১০ সদস্য বিশিষ্ট আসিয়ানের সদস্য। মিয়ানমারের সঙ্গে দেশটির অর্থনৈতিক স্বার্থ রয়েছে। তাছাড়া আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে জোরালোভাবে কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ৩ নভেম্বর ঢাকায় আসছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকের পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। তাছাড়া বালাকৃষ্ণর এই সফরে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়েও আলোচনার কথা রয়েছে।
সফর শেষে ৫ নভেম্বর ঢাকা ছাড়বেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী।
Posted ১:০৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ০২ নভেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy