হেলাল উদ্দিন, টেকনাফ :: কক্সবাজারের টেকনাফের প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ভ্রমণ করে গেলেন ভারতীয় এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভদৌরিয়া।
২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল রাকেশ কুমার সিং ভদৌরিয়া সাথে ৪ জন সফরসঙ্গীসহ বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে ফরোয়ার্ড বেজ সেন্টমার্টিন দ্বীপে আগমন করেন।
এ সময় তাকে সাগত জানায় শেখ হাসিনা বিএএফ বেইজ কক্সবাজার (এওসি) এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ সাফকাত আলী, বিএসপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি।
এদিন দ্বীপে তিন ঘন্টা অবস্থান নেয়ার সময় বিভিন্ন স্থান ঘুরে দেখেন। দুপুর ১টায় তিনি জেটি ঘাটে আসেন। এরপর বিকাল সাড়ে ৪টায় হেলিকপ্টার যোগে তিনি সেন্টমার্টিন ত্যাগ করেন।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর আহমদ এর সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য তিন দিনের বাংলাদেশ সফরে ২২ ফেব্রুয়ারী ঢাকায় এসে পৌঁছান ভারতীয় এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভদৌরিয়া।
Posted ৫:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০২১
coxbangla.com | Chanchal Chy