কক্সবাংলা রিপোর্ট(২৭ ডিসেম্বর) :: আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্যস্ত সময় পার করছে কক্সবাজার নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয়। চলছে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর শেষ মুহুর্তের ব্যস্ততা।
বৃহস্পতিবার সকাল থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন ভোটকেন্দ্রে মালামাল পাঠিয়ে দিচ্ছেন বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে। এদিন সকালে জেলা প্রশাসক কার্যালয়ে পোলিং এজেন্টদের দেয়া হয় বিশেষ প্রশিক্ষণ। এ ছাড়াও সম্পন্ন করা হয় নির্বাচনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ। জেলায় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে মাঠে নামানো হয়েছে সেনাবাহিনীর সদস্যদের। এ ছাড়া বিজিবি, পুলিশ, র্যাব সদস্যরা পালন করছেন শান্তি পূর্ণভাবে নির্বাচন সম্পন্নের দায়িত্ব।
এ ব্যাপারে কক্সবাজার নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো: কামাল হোসেন জানান, রিটার্নিং অফিসারের কার্যালয়ে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জামসমূহ যথাসময়ে এসে পৌঁছেছে। ইতি মধ্যে কক্সবাজারের ৪টি আসনের বিভিন্ন উপজেলার ভোটকেন্দ্রে এ সব নির্বাচনী সরঞ্জাম পাঠিয়ে দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসব সরঞ্জাম কঠোর নিরাপত্তায় ভোটকেন্দ্রে নিয়ে যাচ্ছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র আরো জানায়, নির্বাচনী সরঞ্জামের মধ্যে রয়েছে সিলসহ স্বচ্ছ ব্যালট বাক্স, ছবিসহ ভোটার তালিকা, অমোচনীয় কালির কলম, রাবারের অফিসিয়াল সিল, রাবারের মার্কিং সিল, গালা, সিল গালা করার জন্য পিতলের সিল (ব্রাস সিল), স্ট্যাম্প প্যাড, চটের ছোট থলি বা হোসিয়ান ব্যাগ, বল পয়েন্ট কলম, সাদা কাগজ, কার্বন কাগজ, ছুরি, সুঁই সুতা, মোমবাতি, দিয়াশলাই, আলপিন, গামপট, সুপার গ্লু, লোহা/প্লাস্টিক/ বাঁশের পাত এবং প্রিন্ট করা দেয়ালপত্র যাতে প্রবেশ, বাহির, ভোটকক্ষ নং, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, পোলিং এজেন্ট ইত্যাদি লেখা থাকবে।
রিটার্নিং অফিসার আরও জানান, রিটার্নিং কর্মকর্তার দফতর থেকে কেন্দ্রগুলোর নির্বাচনী কর্মকর্তাদের ব্যালটবক্স, ব্যালটপেপার, অমুচনীয় কালি, সিলসহ ৪২ ধরনের নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়েছে।
এসব নির্বাচনী সামগ্রির নিরাপত্তা নিশ্চিত করতে গঠন করা হয়েছে বিশেষ স্ট্রাইকিং ফোর্স। ২৬ ডিসেম্বর সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এই টিমের সদস্যদের দেয়া হয় বিশেষ প্রশিক্ষণ। ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ পর্যন্ত ব্যালটের সুরক্ষা এবং ভোট গ্রহণকালীন নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়টি তাদের প্রশিক্ষণে শেখানো হয়। এ ছাড়া ইতিপূর্বে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ দেয়া কক্সবাজার জেলা নির্বাচন অফিস।
৮ উপজেলার নির্বাচনী কর্মকর্তাদের নির্বাচন পরিচালনা সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করেন সহকারি রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ বশির আহমেদ।
Posted ৩:২৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy