তোফায়েল আহমেদ(২৪ অক্টোবর) :: এবার পর্যটন শহর কক্সবাজারেও আটক হয়েছে অনলাইন ক্যাসিনো এবং ক্রিকেট জুয়ার একজন হোতাকে। তার নাম মোস্তফা কামাল (২২)। বৃহস্পতিবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল শহরের ৬ নং এলাকা থেকে তাকে আটক করে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসেন তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অনলাইন ক্যাসিনো ও জুয়ায় জড়িত অভিযোগে মোস্তফা কামালের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তীতে আরো বিস্তারিত জানানো হবে।
আটক মোস্তফা কামাল দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া ও ক্রিকেট জুয়ার সাথে জড়িত রয়েছে বলে অভিযোগ করা হয়েছে স্থানীয় সূত্রেও। এমনকি তিনি এসব জুয়ার কক্সবাজার ভিত্তিক বিশাল সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন। এ কারণে তাকে কক্সবাজারের অনলাইন ক্যাসিনোর মূল হোতা হিসাবেও এলাকায় বলা হয়ে থাকে।
এলাকাবাসীর অভিযোগ, অনলাইন জুয়ার মাধ্যমে মোস্তফা কামাল ইতিমধ্যে হাতিয়ে নিয়েছে অনেক টাকাও। আইন শৃংখলা বাহিনী সারাদেশে সাম্প্রতিক সময়ে ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান শুরু করার পর মোস্তফা কামাল তার সিন্ডিকেট নিয়ে অত্যন্ত সতর্কতার সাথে তাদের জুয়ার আসর চালিযে আসছেন বলে জানা গেছে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর একজন পরিদর্শক জানান, আটক মোস্তফা কামালকে নজরদারিতে রাখা হয়েছিল দীর্ঘদিন ধরে। এমনকি পুলিশ মোস্তফা কামালের সিন্ডিকেটের উপরও নজরদারি করে আসছিল।
তবে আটক মোস্তফা কামালের খালা কক্সবাজার জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আয়েশা সিরাজ দাবি করেন, তার ভাগ্নে মোস্তফা এসব জুয়া এবং ক্যাসিনোর সাথে জড়িত নয়।
Posted ৩:২১ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
coxbangla.com | Chanchal Chy