কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজারে প্রতিবন্ধি বিশেষ শিশুদের জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান অরুণোদয় স্কুল পরিদর্শন করেছেন ঢাকাস্থ তুরস্কের রাস্ট্রদুত মোস্তফা ওসমান তুরান।
রবিবার সকালে ৮ ঘন্টার কক্সবাজার সফরের শুরুতে বিশেষ শিশুদের জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান অরুণোদয় পরিদর্শন করেন এবং জেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগের উচ্ছ্বসিত প্রশংসা করেন।
তিনি প্রতিষ্ঠানটির জনবল বৃদ্ধি, বিশেষ শিশুদের প্রয়োজনীয় সেবা প্রদানে শিক্ষকদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থাসহ সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
পরে তিনি কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে এমপি জাফর আলম এবং জেলা প্রশাসক মো: কামাল হোসেনের সাথে দেখা করেন।
এসময় স্থানীয় জনগোষ্ঠীর জন্য কক্সবাজারে শিক্ষা, স্বাস্থ্য, পর্যটনসহ বিভিন্ন খাত উন্নয়নের বিষয়ে তুরস্ক সরকারের পক্ষ হতে সহযোগিতার বিষয়টি গুরুত্ব সহকারে আলোচিত হয়। নিজভূমি হতে বিতড়িত রোহিঙ্গা সম্প্রদায়ের পুনর্বাসনের বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে তুরস্ক সরকার অতীতের ন্যায় ভবিষ্যতেও বাংলাদেশ সরকারের পাশে থাকবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
পরে তিনি পেকুয়া ও চকরিয়া হাসপাতালের জন্য চিকিতসা সামগ্রী তুলে দেন।এছাড়া তুরস্কের রাস্ট্রদুত কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত কয়েকটি এনজিও প্রতিনিধিদের শীর্ষ কর্তাদের সাথে বৈঠক করেন।
Posted ৩:৩০ পূর্বাহ্ণ | সোমবার, ০২ নভেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy