কক্সবাংলা রিপোর্ট(২৮ এপ্রিল) :: চট্রগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ সালে কক্সবাজার জেলার ৫১টি কেন্দ্রে ৩০ এপ্রিল রবিবার এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে ৭ উপজেলার ৩১ হাজার ৭৩১ শিক্ষার্থী।
এদের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৬টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৬২৩ জন,
রামু উপজেলায় ২টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৪৪৩ জন,
চকরিয়া উপজেলায় ৪টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৩৮৩ জন,
কুতুবদিয়া উপজেলায় ৩টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৫২১ জন,
মহেশখালী উপজেলায় ৫টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৮৫৭ জন,
উখিয়া উপজেলায় ৩টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ১৫ জন,
টেকনাফ উপজেলায় ৪টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ২৫৭ জন এবং
পেকুয়া উপজেলায় ২টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৫৭২ জন।
আগামী ৩০ এপ্রিল সারা দেশের মতো কক্সবাজার জেলাতেও সকাল ১০টায় এবারের এসএসসি পরীক্ষা শুরু হবে। প্রথম দিন হবে বাংলা প্রথমপত্র পরীক্ষা।
এসএসসি পরীক্ষা সামনে রেখে এরই মধ্যে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড এবং কক্সবাজার জেলা প্রশাসন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মনিটরিং টিম গঠন করা হয়েছে। সেই সাথে পরীক্ষার্থীদের বেশ কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে।
জানা যায়, গত দুই বছর (২০২০ এবং ২০২১ সালে) সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হওয়ায় কক্সবাজার জেলায় পাসের হার বেশি ছিল। যেখানে অনিয়মিত-ফেল পরীক্ষার্থীর সংখ্যাও অন্য বারের তুলনায় অনেক বেশি ছিল।
তাই চলতি বছর অনিয়মিত-ফেল পরীক্ষার্থীর সংখ্যা কম থাকায় কক্সবাজার জেলায় কমেছে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা।
গত বছরের তুলনায় এবার এসএসসি,দাখিল ও ভোকেশনাল মিলিয়ে হাজারেরও বেশি পরীক্ষার্থী কমেছে।
সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমণের কারণে ২০২০ এবং ২০২১ সালে এসএসসি পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হতে পারেনি।
পরিস্থতি যখন কিছুটা স্বাভাবিক হয় তখন সিলেবাস কমিয়ে এসব পরীক্ষা নেওয়া হয়েছে।
সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হওয়ায় অধিকাংশ অনিয়মিত ও ফেল করা পরীক্ষার্থী কৃতকার্য হয়। যার ফলে গতবারের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।
এবার ২০২৩ সালে কক্সবাজার জেলায় ২২ হাজার ৬৭১ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় ফরম পূরণ করেছেন। গত বছর এসএসসি পরীক্ষায় ফরম পূরণ করেছিলেন ২২ হাজার ৭১৯ জন। এদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ২২ হাজার ৪৬৬ জন।
এবার জেলার ২৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি পরীক্ষা। এছাড়া ১৩টি দাখিল কেন্দ্রে ৭ হাজার ৬৫৪ জন এবং ৮টি ভোকেশনাল কেন্দ্রে ১ হাজার ৪০৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে।
Posted ১২:৩৮ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
coxbangla.com | Chanchal Chy