বার্তা পরিবেশক(২৫ অক্টোবর) :: সারাদেশে শনিবার পালিত হবে কমিউনিটি পুলিশিং দিবস। দেশের অন্যান্য স্থানের মত কক্সবাজারেও দিবসটি পালনের জন্য নানা কর্মসুচি হাতে নেয়া হয়েছে। এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে-‘ পুলিশের সঙ্গে কাজ করি, মাদক জঙ্গি- সন্ত্রাসমুক্ত দেশ গড়ি।’
দিবসটি উপলক্ষে ২৬ অক্টোবর সকাল ১০ টায় কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয় থেকে এক র্যালী বের করা হবে। র্যালীটি কক্সবাজার সদর মডেল থানায় গিয়ে শেষ হবে। এর পর মডেল থানা চত্বরে স্বেচ্ছায় রক্তদান, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হবে।
একই দিন বিকাল ৪ টায় কক্সবাজার পুলিশ লাইনে অনুষ্ঠিত হবে পুলিশ বনাম কমিউনিটি পুলিশিং ফোরামের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ।
অনুষ্ঠানে অংশ নিতে কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম ও কমিউনিটি পুলিশিং সভাপতি তোফায়েল আহমদ সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।
Posted ৮:৪২ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
coxbangla.com | Chanchal Chy