কক্সবাংলা রিপোট(৩০ জুলাই) :: কক্সবাজার জেলায় করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত কমহীন ১৩জন প্রবাসীর মাঝে বৃহস্পিতবার সকাল ১১টায় প্রধানমন্ত্রীর অনুদানের ২৬ হাজার টাকা কক্সবাজার জেলা প্রশাসক মো: কামাল হােসন বিতরণ করেছেন।
জানা গেছে, করোনা পরিস্থিতিতে বিদেশে যেতে না পেরে কমহীন হয়ে পড়া ক্ষতিগ্রস্ত প্রবাসীদের আর্থিক অসচ্ছলতা দূরীকরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অনুদান কক্সবাজার জেলার জন্য অর্থ বরাদ্দ প্রদান করেন। এরই পরিপ্রেক্ষিতে জেলার সদর ও পৌর এলাকার ১৩ জনকে ২ হাজার টাকা করে আর্থিক অনুদান দেয়া হয়।
বৃহস্পতিবার সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানের অর্থ তুলে দিয়েছেন জেলা প্রশাসক মো: কামাল হােসন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা,সাবেক পৌর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল আবছার,মুক্তিযোদ্ধা মো: শাহজাহান প্রমুখ।
Posted ২:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
coxbangla.com | Chanchal Chy