কক্সবাংলা রিপোর্ট(২৫ সেপ্টেম্বর) :: মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতায় সেদেশের সেনাবাহিনী কর্তৃক গুলিবিদ্ধ রোহিঙ্গাদের সার্জিক্যাল অপারেশন চলছে কক্সবাজার সদর হাসপাতালে।
ঢাকা পঙ্গু হাসপাতালের উচ্চ পর্যায়ের একটি চিকিৎসক দল ২৫ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে অপারেশন করছে।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: শাহিন আবদুর রহমান চৌধুরী জানান, কক্সবাজার সদর হাসনপাতালে বর্তমানে ৫৩ জন রোহিঙ্গা রোগি রয়েছে।
এর মধ্যে ২৫ জন রোগি গুলিবিদ্ধ। সদর হাসপাতালে একসাথে এত রোগির অপারেশন করার মতো চিকিৎসক ও সরঞ্জাম না থাকায় বাংলাদেশ অর্থোপেডিক্স সোসাইটি এগিয়ে এসেছে।
ঢাকা পঙ্গু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা: আবদুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চ পর্যায়ের চিকিৎসক দল অপারেশন শুরু করেছে। আজ সোমবার ও কাল মঙ্গলবার দুইদিন বিশেষ সার্জিক্যাল অপারেশন প্রোগ্রাম চলবে।
পঙ্গু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা: আবদুল গনি জানান, শেখ হাসিানর নির্দেশে মিয়ানমারে আঘাতপ্রাপ্ত রোহিঙ্গাদের চিকিৎসার জন্য চিকিৎসক দলটি চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখবে।
Posted ৫:৩০ অপরাহ্ণ | সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Chy